আজ সকাল থেকেই মানুষের ঢল নেমে আসে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে ও দর্শনীয় স্থানে, অন্যদিকে ভক্তদের সমাগম কল্পতরুৎসবে উপলক্ষে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে , আজ প্রায় এক লক্ষেরও বেশি ভক্ত দক্ষিণেশ্বরে লাইন দিয়েছেন, এর সাথে সাথে বেলুড় মঠেও, ভোট থেকে বেরিয়ে পড়েছেন বাড়ির পরিজনদের নিয়ে পুজো দেয়ার জন্য। এবং উৎসব দেখার জন্য, সারিবদ্ধভাবে লাইন দিয়ে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা কখন মন্দিরে পুজো দেবেন এদিকে প্রশাসনের লোকেরা এবং মন্দিরের ভক্তবৃন্দরা ও ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছেন দর্শকদের সামলাতে, বারবার মাইকে ঘোষণা করছেন,
সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য, অন্যদিকে ভিড় জমিয়েছেন সকাল থেকেই সায়েন্স সিটি থেকে শুরু করে মেলা প্রাঙ্গণে, কোথাও বীর এতটুকু কম নয়, সব জাগায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে টিকিট সংগ্রহ করার জন্য এবং দর্শনীয় জিনিস দেখার জন্য, প্রশাসন সহযোগিতা করলেও , কোনরকম কর্ণপাত করেননি দর্শকেরা, দর্শকরা জানান আমরা প্রায় দেব দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে, কিন্তু এতোটুকু লাইনে ঘুরছে না।
টিকিট পাবো কিনা আদৌ জানিনা আর কখন কি দেখব, অনেকে আবার এত বড় লাইন দেখে বলেন আজকের দিনটা মনে হয় বেকার হয়ে গেল আর দুটি টিকিট পাবো কিনা, আবার কেউ কেউ লাইন দেখে গম্ভীর মুখে ফিরে যাচ্ছেন, বাচ্চাদের বুঝাচ্ছেন পরে একদিন আসা যাবে। তেমনি মেলাতেও চোখে পড়লো ভিড় মাঝে মাঝেই গেট বন্ধ করে দিতে দর্শকদের ও মেলা প্রেমীদের চাপে, ফলে সমস্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয় , প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছেন যাতে রাস্তায় বেশি যানজট না হয় গাড়ি স্বাভাবিকভাবে চলতে পারে, আমাদের ক্যামেরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চিত্র ধরা পরল একের পর এক, মন্দির থেকে মেলা
মেলা থেকে দর্শনীয় স্থান, আবার কেউ কেউ বলেন দুটো বছর করোনায় আমরা বের হতে পারিনি বাড়ির বাইরে,এ ,বছর একটু বেরিয়েছিলাম কিছুটা ছুটির আনন্দ কাটাবো বলে ,কিন্তু যেভাবে ভিড় হয়েছে, আমাদের ফিরে যেতে হবে। টিকিট পাওয়া অসম্ভব, ও দেখা। আমরা ভেবেছিলাম আজকেই বেরিয়ে সায়েন্স সিটি ও ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার দেখে বাড়ি ফিরবো, কিন্তু সে আশা পূর্ণ হল না। ।