নীলফামারীর ডোমার উপজেলা সদরের চিকনমাটির সাহাপাড়ায় স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা সমর সাহা জানান, সকালে শাহিদ আলী প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। ৫ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।