রিপোর্টার শম্পা দাস ও সমরেশ রায় ।। নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে যুবকের আত্মহত্যার চেষ্টা। দীর্ঘদিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব কে চাকরির আবেদন জানিয়ে ,কোন উত্তর না পেয়ে ,বুধবার দুপুরে স্বয়ং নবান্নে চলে আসেন ৩৫ বছরের এক মুখ বধির যুবক রাজীব মজুমদার। কিন্তু মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা না পেরে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের সামনে গায়ে,কেরসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি,
আজ দুপুরে ঘটনাটি ঘটেছে নবান্নের মেন গেটের সামনে, পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক তার মা ও এক ভাইকে নিয়ে মধ্যমগ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন, বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে সে বি এ পাস করে, তার একটি ভাই ও আছে উচ্চ মাধ্যমিক পাস করে বেকার বসে আছে,, প্রচন্ড অভাবের মধ্য দিয়ে মা ও ভাইকে নিয়ে দিন কাটাচ্ছেন রাজীব, অভিযোগ তিনি বেশ কয়েকবার চাকরীর আশায় নবান্নে চিঠি দিয়েছিলেন, কিন্তু তাতে কাজ না হওয়ায়, তিনি বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করবেন বলেন, যদিও নবান্নের গেটেই তাকে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে, তিনি সেখানেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ, পুলিশ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিবপুর থানায় পুলিশ তাকে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ওই যুবক মুখ ও বধির হওয়ার জন্য পুরো ঘটনা লিখে জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।