সিলেটের ওসমানীনগরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলার তাজপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম দিপা রানী সিংহ (১৪)। সে কুমিল্লার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের বাসায় ভাড়া থাকতেন তারা। দিপা তাজপুর মঙ্গলচণ্ডী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। পরে পাশের নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে তাজপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন জানান, দিপার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে মরদেহ থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।