আজ ফাইন আর্টস অফ একাডেমিতে, হারমোনি ইন কালার্স.. ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর উদ্যোগে , অলোক রায় ও বি শেখর এর পরিচালনায় , সাউথ গ্যালারীতে, বিকেল পাঁচটায় ৩৮ তম আর্টস এক্সিবিশনের শুভ সূচনা এবং কয়েকটি বইয়ের শুভ সূচনা হয়ে গেল, তার সাথে সাথে একটি পোস্টারেরও শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক অভিনেতা ও ডিরেক্টর, চিত্রশিল্পী চিরঞ্জিত চক্রবর্তী এবং সাংসদ রাজারহাটের তাপস চ্যাটার্জী মহাশয়।
প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে নবীন ও প্রবীণদের সাথে নিয়ে শুভ সূচনা করলেন।,। এই এক্সিবিশনে, প্রায় ২০ জন নবীন ও প্রবীণদের ছবি পদর্শিত হয়েছে,। এই এক্সিবিশন চলবে ১৪ই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২ঃ০০ টা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকবে দর্শকদের জন্য এবং সকল ছবি প্রেমীদের জন্য, শুভ সূচনা হওয়ার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মান তুলে দেন সংস্থার কর্ণধার, শুধু তা নয় যে সকল নবীন প্রবীণ
এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন তাদেরকেও পুরস্কৃত করলেন,। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে একটি কথায় উঠে আসে,। ছবি এমন একটা জিনিস যা কোনদিন ভোলার নয়, আর যারা ছবি আঁকেন তারা কোনদিন এই আঁকা বন্ধ করবেন না, এর কোন শেষ নাই, আর কেউ সম্মান দিল কি দিল না একটা শিল্পীর কাছে সেটা বড় নয় , তাহার প্রচেষ্টা তাহার এগিয়ে যাওয়ার পথ ,এই নিয়ে কোনদিন শিল্পীদের মনে কোন দ্বিধা বা দুঃখ থাকার কথা নয়, কারণ সেও একজন শিল্পী ও হাতের বিভিন্ন শিল্পকে তুলি ও রংয়ের মাধ্যমে তুলে ধরাই তার কাজ।.