রাজ্য গ্রুপ ডি ওয়েট লিস্টের ক্যান্ডিডেটেরা একটি অভিনব বিক্ষোভ দেখালেন ।
রিপোর্টার,, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে , রাজ্য গ্রুপ ডি মঞ্চ থেকে ২০১৭ র ওয়েট লিস্টের ক্যান্ডিডেটেরা টাকার গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন, এই টাকার গাছ দিয়ে তারা বোঝাতে চাইলেন, মাননীয় মুখ্যমন্ত্রী যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়া জন্য চোখের জল ফেলছেন, বিভিন্ন স্কুলের মাস্টারদের চাকরি চলে যাচ্ছে তার জন্য চোখের জল ফেলছেন, কিন্তু যারা এত দিন ধরে অপেক্ষা করছেন, রাস্তার উপর বসে ধরনা দিচ্ছেন, ঝড়-বৃষ্টি রৌদ্রে এখানে পড়ে আছেন, বার বার মুখ্যমন্ত্রীর আবেদন করে , মুখ্যমন্ত্রীর সহযোগিতা হস্তক্ষেপ চেয়েও একবারও এদিকে তাকিয়ে দেখেননি, তাদের জন্য কষ্ট ও এক ফোঁটা চোখের জল পড়ছে না। অথচ শিক্ষা নিয়ে দুর্নীতি চলছে, টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন আর সোহানুভূতি দেখাচ্ছেন , তাদের জন্য মুখ্যমন্ত্রীর চোখ ছল ছল করছে,।
তাই এবার তাদের দিকে না তাকিয়ে অসহায় ছেলেদের দিকে নজর দিন যারা সত্তিকারের পড়াশোনা করে পাস করে বসে আছে তাদের চাকরি দিন।, প্রায় সাত বছর ধরে আমরা আন্দোলন করে চলেছি, আর আমরা এ সকল সহ্য করব না আমাদের ন্যায্য পাওনা আমাদের ন্যায্য দাবি আপনি পূরণ করবেন।, আর যতদিন নাম নেই সবার দাবি পুরো না করবেন ততদিন আমরা এই ভাবে আন্দোলন চালিয়ে যাব এবং একের পর এক বিক্ষোভ সমাবেশ করব। আমরা এই টাকার গাছ দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম টাকার জোরে কি কি দুর্নীতি ঘটেছে কেন সঠিক ছেলে মেয়েরা চাকরি পায় না, আপনি একদিন বলেছিলেন সকল ছেলে-মেয়ে আমার ভাই বোন আমার বাড়ির লোক আজ কোথায় গেল আপনার সেই বাণী, ।