আজ ধর্মতলা শহীদ মিনারের সামনে, ডি এ দাবিতে যে ধন্যা মঞ্চ চলছে, সংগ্রামী যৌথ মঞ্চের ,তাদের আহবানে কয়েক হাজার চাকুরি প্রার্থী ডি এ দাবিতে হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে ধরনা মঞ্চের সামনে উপস্থিত হন এবং সেখানে তারা সমাবেশ করেন।,…। তাদের বিভিন্ন দাবি এই মঞ্চ থেকে ঘোষিত হয় এবং যতদিন না সেগুলি রাজ্য সরকার পূরণ করবে ,ততদিন তারা এই ধর্না মঞ্চ ছেড়ে উঠবেন না,
আজ প্রায় দু থেকে আড়াই হাজার চাকুরি প্রার্থী এই ধরনা মঞ্চে মিছিল করে জমায়েত হন, আজ এই জনসভায় উপস্থিত ছিলেন সজল ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেত্রী ও সমাজ সেবীরা, সবাই একই কথা জানান, যে রাজ্য সরকারের দুর্নীতি দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, সরকারি কর্মচারীদের কোন রকম সুযোগ-সুবিধা দিচ্ছেন না,। তারা জানান খেলা-মেলা লক্ষী ভান্ডার সবের পেছনে টাকা খরচা করে চলেছে , অথচ রাজ্য সরকারের কর্মচারীদের সুযোগ-সুবিধা দিয়ে দিতে পারছেন না,,। তবে এই সকল খেলা-মেলা দেখিয়ে কি হবে ,তাহারা জানান আপনারা লড়াই করুন,
আপনাদের জয় অনিবার্য, পিছু পা হবেন না, একই সাথে ধন্যা মঞ্চের সকলে একত্রিত ভাবে জানিয়ে দেন ,আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, এবং সরকার বুঝতে পেরেছে আমরা এই আন্দোলন কতদূর নিয়ে যেতে পারি, আর আমরা এ অনশনে চালিয়ে যাব ,যদি কারো কোন কিছু হয় জানব রাজ্য সরকারের জন্যই ঘটেছে। দুপুর থেকে মেঘ কালো হয়ে আসলেও, কেউ এক পা সরেনি, বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় দিয়ে তারা এই সমাবেশ করলেন ,. তাদের দাবি উচ্চ আদালতের রায় মেনে এ আই সি পি আই অনুযায়ী অবিলম্বে সকল বকেয়া ডি এ প্রদান করতে হবে।….. সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে যোগ্য অনিয়মিতদের নিয়মিত করন করতে হবে,,.., , আজকের এই মিছিল ঘিরে দুপুর থেকেই প্রশাসনের ব্যস্ততা চোখে পড়ে, এবং বেশ কিছু পুলিশ মোতায়েন করেন।।