ভারতবর্ষের প্রথম ক্রাপচার একাডেমী, যাহারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একের পর এক এক্সিবিশন করে চলেছেন এবং তাদের এই মূর্তি বিভিন্ন দেশে বিক্রি হয়েছে ও বহু জায়গায় স্থান পেয়েছে। আজ একাডেমি অফ ফাইন আর্টসে তাদেরই একটি এক্সিবিশন শুরু হয়,
যিনি এর স্রষ্টা, যিনি তৈরি করে গিয়েছেন এই সংস্থা, প্রবীর কুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যেই ২৮ শে মার্চ হইতে 3 রা এপ্রিল পর্যন্ত একটি সুন্দর এক্সিবিশন শুরু করলেন। একাডেমি অফ ফাইন আর্টস এর নর্থ গ্যালারীতে, এই এক্সিবিশনে নয় জন বিখ্যাত শিল্পী তাদের ছবি প্রদর্শিত করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন একের পর এক, তাহারা বলেন করোনায় আমরা কোন রকম এক্সিবিশন পড়তে না পারলেও বাড়িতে বসে বন্দি ঘরে প্রচুর কাজ করেছেন এবং তাদের সেই সময় ছবি বহু জায়গায় গিয়েছে , এবং প্রচুর কাজ পেয়েছে , কোনরকম ভাবেই তাদের এই সকল মূর্তি তৈরি করতে সেই সময় অসুবিধা হয়নি বলে জানালেন, কিন্তু যে মানুষটি এই সংস্থা তৈরি করে গেছেন হয়তো তাকে আমরা হারিয়েছি কিন্তু ভুলিনি তাই আজ ৩০ তম এক্সিবিশনে তাকে আমরা স্মরণ করছি, শুধু তাই নয় দর্শকদের উদ্দেশ্যে জানালেন,
আমাদের ভালো লাগছে এক্সিবিশন করতে পেরে, বিভিন্ন শিল্পী আমাদেরকে মতামত দিচ্ছেন এবং যেগুলোন তাদের ভালো লাগছে ,
সেই সম্বন্ধে আমাদের কাছে জিজ্ঞেস করছেন জানতে চাইছেন,এ র চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না,
তবে যদি কারো কোন মূর্তি পছন্দ হয়ে থাকে,কিনতে চায় ,অতি অবশ্যই তারা আমাদের বিভিন্ন সাইডে যোগাযোগ করলে, এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করলে, আমরা চেষ্টা করব তাদের সেই মূর্তি পৌঁছে দেওয়ার, যে সকল শিল্পীরা এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিলেন তাপস সরকার, সোমনাথ চক্রবর্তী, প্রবীর কুমার রায়,দেবব্রত দে, সুব্রত বিশ্বাস,
প্রভাত মাঝি ,সুব্রত পাল ,চন্দন রায় ,চৈতালী চন্দ।…. এর সাথে সাথে সকল শিল্পী ও দর্শকদের শুভেচ্ছা জানালেন ও অভিনন্দন জানালেন তাদের মতামত দেওয়ার জন্য।