রিপোর্টার শম্পা দাস।।দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি ঘোষণা করেন আগামী এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এই মন্দির পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এবং একই উচ্চতা বিশিষ্ট, এই মন্দির স্থাপিত হচ্ছে।
এবং সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের শুভ সূচনা হবে, ও পুরোদমে মন্দিরের কাজ চলছে, এই মন্দির চালু হলে পর্যটন কেন্দ্র দীঘায় আরো পর্যটক আসবে বলে মনে করা হচ্ছে এদিন পুরো মন্দির এলাকা পরিদর্শন এবং খতিয়ে দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি সম্পূর্ণ নিমকাঠের তৈরি কিন্তু এখানে যে মূর্তি তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ মার্বেলের, মন্দিরের বাইরে পুরো কাজটি থাকছে স্পেশাল স্টোন দিয়ে তৈরি হবে, এছাড়াও থাকছে রথ রাখার জায়গা বোঝবার ঘর ভোগের ঘর এবং এই মন্দিরের যে ধজাটি তৈরি হবে সেটি প্রতিদিন ওঠানো নামানো হবে, পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কোন অংশেই কম হবেনা এই মন্দিরটি। সব কিছু দিক দিয়েই উচ্চতা এবং কারুকার্য প্রায় সমান থাকছে। এবং আশা করা যায়, এই মন্দিরের পর্যটকদের ভিড় বাড়বে এবং পর্যটকরা আনন্দিত হবেন দীঘা এইরকম একটি সুন্দর পুরীর মন্দির দেখে. ।