কলকাতায় আজ শিবের নীল উৎসব
রিপোর্টার ,সমরেশ রায় ও শম্পা দাস।।
বৃহস্পতিবার অর্থাৎ আজ শিবের নীল উৎসব। আর এই উপলক্ষে একদিন আগেই বুধবার বিকেল থেকেই শিবের মাতায় জল ঢালার জন্য কোলাঘাটে রূপনারায়ণ নদ থেকে বাঁকে করে জল তুলে নিয়ে গেলেন বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে।
জানাগেছে পূর্ব মেদিনীপুরের হাউর,ক্সিরাই,পাঁশকুড়া, মানুয়া,পয়াগ,কুমারহাট,চিমুটিয়া সহ পশ্চিম মেদিনীপুরের দাশপুর,ভুবনেশ্বর সহ বিভিন্ন স্থান থেকে হাজারো পূর্ণার্থী ভিড় জমান কোলাঘাটের রূপনারায়ণ নদের একাধিক ঘাটে।দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঘাটেই ছিলো পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে।। তবে পূর্ণার্থীদের সহায়তার জন্য এগিয়ে আসে একাধিক ক্লাব সংগঠন ও গ্রামের মানুষজন।কোলাঘাট স্কুল মোড়ে আগত পূর্ণার্থীদের খাওয়ারের ব্যবস্থা করা হয়।পাশাপাশি কুমারহাট পূর্ব পাড়ায় পূর্ণার্থীদের ফল ও জলদানের ব্যবস্থা করা হয়।