সোমবার ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৩
শিরোনামঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে কবিরাজ আবুল মনসুর হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা মুছা গ্রেফতার পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেল বন্ধন রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে-বিএনপির ওপর জনগণের বিশ্বাস ও আস্থা রয়েছে.ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় বালুবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করে কোস্টগার্ড বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে কারাদণ্ড ও জরিমানা ব্রিজের নিচ থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার তিলোত্তমা ও তামান্নার ইন সাফের দাবীতে– তিলোত্তমার মহামিছিল। দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবীতে মিছিল ও ডেপুটেশন কর্মসূচী । ১০ মাসে মারাগেছে ২৯ জন- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে প্রতিনিয়ত ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশার ইনজেকশনসহ মহিলা মাদককারবারী গ্রেফতার।

কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন,,, হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতাল

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

আজ কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করলেন,,, হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতাল।

রিপোর্টার…. কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

27 শে এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, দুপুর দুটো থেকে শুরু হয় এই সম্মেলন,, নবান্নের কাছে অবস্থিত, নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতাল, তাদের ক্যান্সার চিকিৎসাকে আরো উন্নতর করতে, নতুন প্রযুক্তি মেশিন আমদানি করেছে, আর তাই নিয়েই মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্যই এই সম্মেলনের আয়োজন।….। নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতাল গর্বের সঙ্গে ঘোষণা করছে যে oncology চিকিৎসার ক্ষেত্রে নতুন প্রযুক্তি নিয়ে, হাসপাতালের কাছে ইতিমধ্যেই verse এইচ ডি ছিল, এবার তার সঙ্গে যুক্ত হল টু বিম ও চতুর্থ ডাইমেনশনাল। সিটি। স্ক্যানার ডিসকভারি আর টি, সিটি সাথে চতুর্থ ডাইমেনশনাল রেডিও থেরাপি চিকিৎসা চালু করতে চলেছে। নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতাল হাওড়ায়। পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল চিকিৎসা জগতের এই নারায়না সুপার স্পেশালিস্ট হাসপাতাল, টু বিমো চতুর্থ ডাইমেনশনাল সিটি চালু করা অনকোলজি ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, এই ধরনের মেশিন গুলি সঠিক নিরাপদ ক্যান্সার চিকিৎসা প্রদানের জন্য তৈরি হয়েছে।, ,, নারায়ণা হসপিটাল ক্যান্সার রোগীদের সর্বোত্তম যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাহার জন্য রেডিয়েশন, অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি এবং হেমাটো-অনকোলজি ক্ষেত্রে প্রযুক্তিগত পরিকাঠামো উন্নতি করে চলেছে====। ডাক্তার সুমন মল্লিক, সিনিয়র কনসাল্টেন্ট রেডিয়েশন অনকোলজি এবং ক্লিনিক্যাল ডিরেক্টর বলেছেন, আমি অংকোলজি ক্ষেত্রে দুটি নতুন প্রযুক্তিগত অগ্রগতির কথা ঘোষণা করতে পেরে আনন্দিত, তিনি বলেন ভার্সা এইচডি মেশিনে টু বিম এবং চতুর্থ ডাইমেনশনাল রেডিওথেরাপি মেশিনের সংযোজন আমাদের রোগীদের সবচেয়ে সুনির্দিষ্ট এবং কার্যকর ক্যান্সার চিকিৎসার প্রদানের সাহায্য করবে….। ….. ডক্টর বিবেক আগরওয়াল সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, তিনি জানান রেডিয়েশন অনকোলজি মেডিকেল ও সার্জিক্যাল অনকোলজি পুনর্বর্তন উপকারী যন্ত্রের সক্ষম দলের সাথে ৩৬০ ডিগ্রি ক্যান্সারের যত্ন সহ সর্বোত্তম চিকিৎসার ফলাফল আনবে……..। নারায়ণা সুপার স্পেশালিস্ট হাসপাতালের সার্জিক্যাল অনকোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায় জোর দিয়েছেন , সাশ্রয়ী মূল্যে এক ছাদের নিচে সার্জিক্যাল মেডিকেল এবং রেডিয়েশন অনকোলজির সমস্ত সুবিধা সমস্ত ক্যান্সার রোগীদের জন্য সহায়তা করতে,,….। অসীম কুমার ফ্যাসিলিটি ডিরেক্টর… জানান অনকোলজি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি চালু করার মূল উদ্দেশ্য হল আমাদের রোগীদের সর্বোত্তম চিকিৎসা প্রদান করা…..। এবং আমাদের নারায়ণা সুপার স্পেশালি হাসপাতাল সর্ব ধরনের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ায় তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং করে এসেছে…। শুধু তাই নয় তারা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, অনেক রোগী হয়তো বাইরে যায়, কিন্তু সেখানে কোন আলাদা ট্রিটমেন্ট নতুন কিছু হয় না। মানুষের মন যেখানে চায় সেখানে যায়। কিন্তু চিকিৎসা জগতে চিকিৎসা ব্যবস্থা একই থাকে ,আমাদের নারায়ণা সুপার স্পেশালিস্ট হসপিটাল যে সকল যন্ত্র ব্যবহার করেন, সারা দেশে একই পদ্ধতিতে একই মেশিন ব্যবহার করা হয়। বরং আমাদের নারায়ণা সুপার স্পেশালিস্ট হসপিটাল নিত্য নতুন মেশিন সংযোজন করছেন চিকিৎসার উন্নতির জন্য…….।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell