শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:৩৯
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের ক্লাব ডিরেক্টর হলেন লায়ন ফরহাদুল হাসান মোস্তফা নভেম্বর ২০২৫ সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান। প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো অভাবনীয় সংবাদ সম্মেলন।  শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায়: ২ শ্যুটার সহ গ্রেপ্তার ৫-পিস্তল জব্দ। গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালবাটীর রাস উৎসবের শেষ দিনে আবেগঘন মুহূর্ত — অবসর ঘোষণা করলেন সমাজসেবী সুকান্ত হালদার জুলাই জাতীয় সনদের ৫ দফা দাবি মেনে না নিলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান হুঁশিয়ারি ৮ দলের। সুশাসনের জন্য নাগরিক সুজন এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির মনোনয়ন নিয়ে সবাই ব্যস্ত, সংসদে যাবার জন্য অথচ রাজপথে আমি একাই: এড. টিপু দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল

হরিণাকুণ্ডুতে সরকারি প্রণোদনার পাটবীজ ভাসিয়ে দিলেন খালে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

হরিণাকুণ্ডুতে সরকারি প্রণোদনার পাটবীজ ভাসিয়ে দিলেন খালে

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন।।

নানা কারনে বিতর্কিত হচ্ছেন ঝিনাইদহের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণেরা। ঝিনাইদহে ভিজিএফ এর চাউল আত্মসাতের ঘটনা ঘটার পরে নড়েচড়ে বসেছেন উপজেলা প্রশাসন,বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিটে যাচ্ছেন নিয়মিত। আর কর্তৃপক্ষ ভিজিটে আসার সংবাদ সুনেই গরিব কৃষকের জন্যে বরাদ্দ হওয়া পাট বীজ ও সারের বস্তা প্যাকেট কেটে ভাসিয় দেওয়া হলো পরিষদের পেছনের খালে।এরকমই ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৮নং চাদপুর ইউনিয়নে। যানা যায়,সরকারের পক্ষ থেকে, কৃষিতে পাটের উন্নয়নের জন্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাট-বীজ ও সার দেওয়ার কথা,কিন্তু ৮ নং চাদপুর ইউনিয়নের সচিব আশরাফুল ইসলাম ও সংশ্লিষ্টরা এই পাট বীজ ও সার আত্মসাৎ করে রেখেছিলেন। কিন্তু সদ্য ঝিনাইদহে তাহেরহুদা ইউনিয়নে চাউল আটক হবার পরে, বিভিন্ন চেয়ারম্যানের মুখোশ উন্মোচন হওয়াতে গতো বুধবার ৮ নং চাদপুর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ভিজিটে আসছেন এমন খবর পেয়েই সচিব আশরাফুল ইসলাম দুইজন চৌকিদার কুমারেশ ও অমরেশের মাধ্যে আত্মসাৎকৃত পাট বীজ ও সার তড়িঘড়ি করে ইউনিয়ন পরিষদের পেছনের খালে প্যাকেট কেটে তা ভাসিয়ে দেন এবং প্যাকেট আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। কিন্তু কথায় আছে,চোরের দশ দিন আর গেরস্তের একদিন,ঠিক সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ভিডিওতে দেখা যায় ৮ নং চাদপুর ইউনিয়নের চৌকিদার কুমারেশ ও অমরেশকে দেখা যাচ্ছে সরকারের বরাদ্দকৃত পাট-বীজ ও সার একটি ছুরি দিয়ে প্যাকেট কেটে তা খালে ভাসিয়ে দিচ্ছেন এবং পা দিয়ে বীজের চিহ্ন মুছে দিচ্ছেন,এবং অবশিষ্ট প্যাকেট আগুনে পুড়িয়ে দেওয়া হয়

No description available.

এবিষয়ে জানতে চাদপুর ইউনিয়নের চৌকিদার কুমারেশের বাড়ি মুচিপাড়ায় হাজির হন। সাংবাদিকদের জেরার মুখে চৌকিদার কুমারেশ বলেন ইউনিয়ন পরিষদে যে পাট-বীজ কৃষকদেৃর দেবার কথা ছিলো তা দেওয়া হয়নি,হটাৎ করেই আমরা সুনলাম পরিষদ কারা যেনো ভিজিটে আসছেন,সেই কথা শুনে সচিব আশরাফুল ইসলাম আমাকে ও অমরেশ দাদাকে ডেকে বলেন এই তিন বস্তা পাটের বীজ খালে ভাসিয়ে দিতে এবং প্যাকেট গুলে আগুনে পুড়িয়ে ফেলতে,আমরা গরবি মানুষ ছোট চাকরি করি তারা যা বলবেন আমরা তো তাই করবো। তিন বস্তায় কতো প্যাকেট পাট-বীজ ছিলো জানতে চাইলে চৌকিদার বলেন প্রায় ১৫০ থেকে প্যাকেট পাটবীজ ছিলো। এবিষয়ে ৮ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পরিষদে কোনে পাট-বীজ নাই, যা ছিলো সব দিয়ে দিছি,আর আমার নাম কেনো চৌকিদারেরা বলেছেন আমি জানি না। স্থানীয় কৃষক আব্দুল জলিল সাংবাদিকদের জানান,আমরা পাট বীজ নিতে গেলে আমাদের বলতো এবার পাটের বীজ আসেনি কিন্তু আমরা তো জানি পাটের বীজ আছে তবুও তারা দেয় না। এই সকল অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে ৮ নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল হোসেন এর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ হয়নি। স্থানীয় ভুক্তভোগী জনগণ ও কৃষকেরা এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell