রাজধানীর উত্তরা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মাসুদ রানা নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৮ মে) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, কামারপাড়া গোলচত্বর এলাকায় ডিউটি করার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় পরিচয় জানতে চান দায়িত্বরত সার্জেন্ট কনক কান্তি ভৌমিক। এ সময় ওই লোক নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত কনস্টেবল হিসেবে পরিচয় দেন। তার কাছে থাকা পুলিশ আইডি কার্ডে এসআই (ইউবি) লেখা ও আইডি কার্ডে বিপি নম্বর এবং জন্মতারিখের গরমিল পাওয়া যায়। তাকে কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সে নিতে যেতে চাইলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ইসলামী ব্যাংকের একটি ডেবিট কার্ড, দু’টি মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্রের কপি উদ্ধার করা হয়। এরপর মাসুদ রানার মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের পোশাক পরা বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।
গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ওসি বলেন, মাসুদ রানা পুলিশের পোশাক পরা ছবি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছিল। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।