তারি অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে, দীঘায় পালিত হল মেগা অ্যাপ কর্মসূচি..। রাজ্য সরকারের পরিবেশ সুরক্ষা বনসহ বিভিন্ন দপ্তর ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এই সমুদ্র পাড়ি ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সকালে মিনি ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে শুভ সূচনা হয় এই অ্যাপ কর্মসূচী..। এর পাশাপাশি নিউ দীঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত, সমুদ্রপাড়ের পর্যটকদের ব্যবহারের পর, ফেলে রাখা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়।…..। সবুজ পতাকা নেড়ে কর্মসূচি শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি ,জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ,উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের যুগ্ম সচিব অসীম কুমার বাড়ৈ, দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা….। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় ,আয়োজন করা হয় সচেতনতা সূচক মূলক পথ নাটিকা