আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী পালিত হল রবীন্দ্রসদনে,।
রিপোর্টার. কলকাতা থেকে ল শম্পা দাস ও সমরেশ রায়
১৬ই জুন ১৭ই জুন , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় ও ইন্দ্রলিন সেনের সহযোগিতায় রবীন্দ্র সদনে দুই স্মরণীয় সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে, প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে, অগণিত সংগীতপ্রেমী ও সংগীত শিল্পী বিকেল চারটে থেকেই রবীন্দ্রসদন চত্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন তারা হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকীতে সুন্দর মনোময় সংগীতের অনুষ্ঠান শোনার জন্য, কিন্তু সমস্ত দর্শকদের আসন ফলে না পাওয়ায় একতারা মঞ্চে ডিসপ্লের মাধ্যমে দর্শকদেরকে সংগীতের উপহার দিলেন শিল্পীরা, সারা হল পরিপূর্ণ হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যেই, ,।
আজকে হেমন্ত মুখোপাধ্যায় কে প্রথমে পুষ্পক দিয়ে শ্রদ্ধা জানান মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেন মহাশয়। এছাড়া শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি বিভাগের অফিসার গণেরা,, আজকের অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যয়কে শ্রদ্ধা জানিয়ে একে একে শিল্পী একটি করে গান উপহার দেন উপস্থিত ছিলেন শিবাজী চট্টোপাধ্যায়, মধুরিমা দত্ত, শ্রীরাধা বন্দোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, জোজো ,শান্তনু রায় চৌধুরী, গার্গী ঘোষ, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, বৃষ্টি লেখা, জয়তী চক্রবর্তী , পড়নাভ ব্যানার্জি সহ অন্যান্য শিল্পীরা,, সুন্দর সুন্দর হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করলেন….. একইভাবে আগামীকাল মান্নাদের জন্মশতবার্ষিকী পালিত হবে , রবীন্দ্র সদনে, এবং বিভিন্ন শিল্পীরা শ্রদ্ধা জানাবেন গানের মধ্য দিয়ে…….।