শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১:৪৬
শিরোনামঃ
Logo লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে, সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা Logo সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার Logo সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু ১ মার্চ Logo মাহে রামাদানকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর মিছিল Logo শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা Logo অভ্যুত্থানের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের  কমিটি প্রত্যাখ্যান করেছেন- শিক্ষার্থীদের একাংশের Logo কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত Logo ছেলের বিয়ের দিন মৃত্যুকোলে ঢলে পড়েন মা Logo শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি-আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

ভারতীয় নাগরিকসহ ফেনসিডিলের চালানসহ দুই মাদক কারবারিকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
  • ৭৬ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

 

 

ভারতীয় নাগরিকসহ ফেনসিডিলের চালানসহ দুই মাদক কারবারিকে আটক

ভারত থেকে পাচার হয়ে আসা ফেনসিডিলের একটি বড় চালান ধরা পড়েছে। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

বুধবার (০৫ জুলাই) ভোরে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে ফেনসিডিল জব্দসহ তাদের আটক করে।

আটকরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে চপল আলী (৩৫) ও ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগরামারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।

রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, ভারত থেকে রাজশাহীতে পাচার হয়ে আসা ফেনসিডিলের বড় একটি চালান জব্দ করা হয়েছে। হেরোইন এবং গাঁজা উদ্ধারে জেলা পুলিশের রেকর্ডের পর তার রেশ কাটতে না কাটতেই ফেনসিডিলের এই বড় চালান আটক হলো। গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বাঘার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে পাচার হয়ে আসা ৭৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে জামরুল নামে এক ভারতীয় নাগরিক ছিলেন। তিনি গত রাতেই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, অভিযান পরিচালনার সময় আরও তিন মাদক কারবারি পালিয়ে গেছেন। পরে জামরুলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আগেও তিনি অসংখ্যবার এমন বড় বড় চালান নদীপথে বাংলাদেশে এনেছেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনতে তার সুবিধা হয়। তিনি ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেন।

এছাড়া চপল জানিয়েছেন তিনিও দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করেন। বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি তিনি। তার নামে থানায় পাঁচটি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা আছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে এ ঘটনায় নতুন মামলা হবে বলেও জানান এসপি।

এর আগে রাজশাহী জেলা পুলিশের অভিযানে গত জুন মাসে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছিল। এগুলো স্মরণকালের সবচেয়ে বড় মাদক উদ্ধারের সর্বোচ্চ রেকর্ড বলে দাবি জেলা পুলিশের।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell