নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির, দ্বিতীয় বর্ষের খুঁটি পূজার শুভ সূচনা
রিপোর্টার , কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১৫ জুলাই শনিবার, ঠিক দুপুর তিনটায়, নিউ টাউন, সিটি স্কোয়ার মাঠে , ধুমধাম এর মধ্য দিয়ে এবং মহিলা পুরোহিতের মন্ত্র উচ্চারণ মধ্য দিয়ে , নিউ টাউন সর্বজনীন দুর্গৎসব সমিতি দ্বিতীয় বর্ষের খুঁটিপুজোর শুভ সূচনা হয়ে গেল ,
এই পুজোর শুভ সূচনা, সুন্দর একটি নৃত্যের মধ্য দিয়ে আরম্ভ হয়, এবং উপস্থিত অতিথিদের মঞ্চে একে একে আসন গ্রহণ করার আহ্বান জানান। আজকের এই খুঁটি পুজোর শুভ সূচনায় উপস্থিত ছিলেন , মাননীয় বিধায়ক সুজিত বোস মহাশয়, উপস্থিত ছিলেন বিধান নগরের মহানগরীক কৃষ্ণা চক্রবর্তী, উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী শুভ্রা প্রসন্ন মজুমদার,
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় আচার্য সত্যম রায় চৌধুরী , এন কে ডি এর চেয়ারম্যান দেবাশীষ সেন ,বিধান নগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা , বন্ধন ব্যাংকে চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ এবং শিল্পী অনির্বাণ দাস সহ অন্যান্যরা, প্রত্যেক সম্মানীয় অতিথিদের প্রথমে উত্তরীয় পরিয়ে এবং হাতে একটি করে দুর্গার মূর্তি দিয়ে সম্মানিত করেন, এই পুজোয় এবারে শিল্পীর ভাবনা, কমলে গান্ধার, হিমাচল প্রদেশের কাঁকড়া সভ্যতার আদলে নির্মিত হবে এই মন্ডপের প্রতিমা,, এরপর একে একে অতিথিরা এগিয়ে যান খুঁটির শুভ সূচনায়, তার সাথে সাথে সকল মহিলাবৃন্দরা সবার সাথে কাঁদে কাঁদে মিলিয়ে মহিলারাও এই খুঁটিটিকে বয়ে নিয়ে যান কাঁধে করে , শুভ সূচনা করেন সবাই মিলে সম্মানিত অতিদের সাথে,। শুধু তাই নয় এই শুভ উদ্বোধনী ঢাকিরাও ছিলেন মহিলা এবং এই বৎসর নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি মহিলাদের উপর সম্পূর্ণ দায়িত্ব দিলেন এবং তাদেরকে একসাথে কাছে করলেন।,