লক্ষ্মীপুরের রায়পুরে বিষাক্ত সাপের ছোবলে মালেকা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯) জুলাই সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের দুর্গম টুনুর চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন, তাজিয়া বেগম বাংলানিউজকে বলেন, সকালে বাড়ির পাশের একটি দুর্গম চরে গরু চরাতে যান মালেকা। এ সময় তার ডান পায়ে বিষাক্ত একটি সাপ ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সাপে কাটা একজন নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।