আজ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে,, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল।
কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ বাইশে শ্রাবণ, ইংরাজীর ৮ ই আগস্ট মঙ্গলবার , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায়,
আজ রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হলো এবং গগনেন্দ্র কর্মশালায় একটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শনী অনুষ্ঠিত হয় । আজকে এই অনুষ্ঠানে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, মূর্তিতে মাল্যদান করেন তথ্য সংস্কৃতি বিভাগের কৌশিক বসাক, অতিরিক্ত সংস্কৃতি অধিকর্তা কৌস্তব দত্ত ,প্রশাসনিক আধিকারিক রবীন্দ্রসদন শ্রী প্রদীপ কুমার সরকার, উপ সংস্কৃতির আধিকারিক শ্রী তপন তরফদার, মুনমুন ঘোষ দস্তিদার দেবাশীষ বর্ধন সহ অন্যান্যরা
একে একে ফুল দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালেন, ৮ই আগস্ট থেকে ১৩ই আগস্ট পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, একতারা মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, শিশির মঞ্চ এবং রবীন্দ্র সদনে, থাকছে কবিতা ও গান, বিভিন্ন শিল্পীরা প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠান অংশ নেবেন, এছাড়াও থাকছে কোভিদ রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু মুহূর্তের ছবি ও লেখা প্রদর্শনী, থাকছি রবীন্দ্রসদন চত্বরে মেলা,
এই কদিনের অনুষ্ঠানে যে সকল শিল্পীরা ও কবিরা অংশগ্রহণ করবেন তাহাদের মধ্যে শ্রীরাধা বন্দোপাধ্যায়, দেবারতি সোম, তৃষা পাড়ুই,, নবনীতা রায়চৌধুরী, ঈশিতা মুখোপাধ্যায় ,দেবশ্রী বসু, নন্দিনী চৌধুরী ,সুতপা ভট্টাচার্য, সুব্রত সেনগুপ্ত, দেবমাল্য চ্যাটার্জী, দীপাবলি দত্ত, আবৃত্তিতে থাকছে, সুবোধ সরকার ব্রততী বন্দোপাধ্যায় প্রবীর ব্রহ্মচারী সহ আরো অন্যান্য শিল্পী , সংগীত প্রেমী ও কবিতা প্রেমীদের জন্য খোলা থাকছে এই কয়েকদিন বিভিন্ন প্রেক্ষাগৃহ।