প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত সর্বজিৎ চক্রবর্তী, সম্মানিত অতিথি ছিলেন রূপকথা সরকার, ,এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল লা মার্টিনিয়ার সুমেধ পাটদিয়া, ঠান্ডারবোল্টস রুপা চক্রবর্তী, কি ফটোগ্রাফার শৈলেন্দ্র মাল চিপ ফটোগ্রাফার পবিত্র দাস ফ্রীলান্স ফটোগ্রাফার অভিজিৎ দত্ত এবং শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা,
এবং পেশাল গেস্ট হিসাবে ছিলেন ওস্তাদ ওয়াসিম আহমেদ খান ও অশোক মজুমদার, এছাড়াও ছিলেন সংহিতা কর্মকার , ফাউন্ডার ডিরেক্টর প্রীতম দত্ত ,এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুলের, সিইও এস কে সিং , এ ডি জি আর্ম পুলিশ পুলিশ সঞ্জয় সিং। এই প্রদর্শনী চলবে 18 ই আগস্ট 19শে আগস্ট পর্যন্ত এবং বেলা বারোটা থেকে সন্ধ্যা
৭ টা পর্যন্ত সবার জন্য দেখার সুযোগ থাকছে, ,থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান ,আগামীকাল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করবেন এবং থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ প্রাইড অ্যাওয়ার্ড ২০২৩ যাদের তুলে দিলেন, ফটো জার্নালিস্ট ময়ূখ সেনগুপ্ত, ফটোগ্রাফার সৌমজিৎ নন্দী, পোর্টস ফটোগ্রাফার রুবি সরকার, সিনেমাটোগ্রাফার রক্তিম মন্ডল, সংস্থার কর্ণধার বলেন, আমি গর্বিত ,এই সকল মানুষদের পুরস্কৃত করতে পেরে, যারা দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন পেপারে ছবি দিয়ে গিয়েছেন, চাকরি করে গেছেন, শুধু তাই নয় তাদের ছবি বিভিন্ন দেশেও পাড়ি দিয়েছে, আর যারা আজকে আমার হাতে পুরস্কৃত হয়েছেন, আমার পথ চলার তাদের হাত ধরে ,তাদের কাছেই, তাদের হাত ধরেই আমি ফটোগ্রাফি শিখেছি, যাদের ছবি স্টেটসম্যান, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়াতে প্রচারিত নিউজের পাতায়, ,আগামী দিনে তাই আমার ইচ্ছা আরো কিছু নতুন অর্থ খুঁজে বার করা ফটোগ্রাফির মাধ্যমে। এবং আরো কিছু ফটোগ্রাফারদের যাতে সম্মান দিতে পারি, সবার সহযোগিতা এইভাবে পেলে এবং আমার পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নিশ্চয়ই আমি এইভাবে আরো কিছু করতে পারব ,আর সবার সহযোগিতায় একান্ত প্রয়োজন।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,কলকাতা ব্যুরো