শুক্রবার ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:২৫
শিরোনামঃ
Logo সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ৬০৮ জন অপরাধীকে গ্রেফতার-আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার Logo নওগাঁর আত্রাই বিনামূল্যে আউশ ধান, তিলের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে। Logo ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে- পীরে কামেল শাহ্ সুফি হযরত দেওয়ান খবির উদ্দিন চাঁন শাহ্ আল চিশতী আল নকসবন্দী (রহ:) ৯ই এপ্রিল,পবিত্র ওরশ মোবারক উদযাপিত হয় Logo ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত Logo সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo চৌহালীতে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৮ জন Logo অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ,সিলগালাসহ মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড  Logo রাজশাহীতে তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা Logo বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে-(৯ এপ্রিল) দুপুর ২টায়রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। Logo আত্রাইয়ে ছাত্রী হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

বিজনেস এক্সস্লেন্স অ্যাওয়ার্ড 2023 ,,অনুষ্ঠিত হলো তাজবেঙ্গল ব্যাঙ্ক কুইট হলে।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

 

বিজনেস এক্সস্লেন্স অ্যাওয়ার্ড 2023 ,,অনুষ্ঠিত হলো তাজবেঙ্গল ব্যাঙ্ক কুইট হলে।

কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

২৮ শে আগস্ট সোমবার, সকাল ১১ টা থেকে শুরু হয় এই এই সুন্দর একটি অনুষ্ঠান যার মধ্য দিয়ে বেশ কিছু সম্মানীয় অতিথিদের হাতে বিজনেস এক্সস্লেন্স অ্যাওয়ার্ড তুলে দেন।

No description available.

যাহারা খুব কম সময়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এবং বিভিন্ন কারিগুড়ি শিক্ষার মাধ্যমে নিজেদেরকে এক জায়গায় পৌঁছাতে পেরেছেন এবং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ,

No description available.

আর তাদেরকেই এগিয়ে চলার পথ দেখালেন এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে। CAZ BRAIN PVT LTD. এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটীর বিধায়ক এবং সংগীত শিল্পী ও অভিনেতা মদন মিত্র মহাশয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব জেনারেল সেক্রেটারী, অল ইন্ডিয়া সুশান্ত দে. প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং হাতে পুষ্পস্তব ও একটি সুন্দর স্মারক দিয়ে সম্মানিত করেন।

No description available.

এরপর মাননীয় মদন মিত্র মহাশয়ের হাত দিয়ে সকল সম্মানিত অতিথিদের হাতে স্মারক তুলে দেন, প্রায় কুড়ি জনের মত সম্মানিত অতিথিদের হাতে সড়ক তুলে দিয়ে , একটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন। যে সকল সম্মানিত অতিথীদের হাতে বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেন, তাহাদের মধ্যে ছিলেন, তাপসী উপাধ্যায় বিজনেস ওনার, বি টেক , পানি পুরী, ,,,, নীলাঞ্জনা ধর, ইউটিউবার,,,, স্মিত সাবিয়া রহমান, ফাউন্ডার এন্ড অনার, ডক্টর মিত আইসা কো ওনার, আয়ুর্বেদ,,,, শতাব্দী রায় ইন্টারন্যাশনাল কোচ ,গ্রুমিং এক্সপার্ট ও কোরিওগ্রাফার,,,,

No description available.

ডক্টর দেবঞ্জন গোস্বামী, ফাউন্ডার এন্ড ডিরেক্টর, ,, মৌসুমী ভাদুড়ি, সিইও, মেক ইওর কেকস,,, সুস্মিতা টিগর মুখার্জি ,ফাউন্ডার এন্ড ডিরেক্টর,, ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিটিভ ইংলিশ,,,,, মোহন কুমার মিস্ত্রি, ফাউন্ডার বাজার সস্তা, মনোজ মোদক ,ইউটিউবার,,,, শেখ নাফিস আলী এইচএফসি, ফুড প্রাইভেট লিমিটেড,,,, রভিরাজ ইউ, ডিরেক্টর of sails and support নেটওয়ার্ক বিজনেস, এছাড়াও অন্যান্য সম্মানীয় অতীতের হাতে তুলে দেন,,,

No description available.

সংক্ষিপ্ত উত্তরে সাংবাদিকদের সামনে সকল অ্যাওয়ার্ড প্রাপ্ত সম্মানীয় অতিথিরা বলেন, এই ধরনের প্রয়াস কে আমরা সাধুবাদ জানাই ,যারা আজ আমাদের হাতে এই সম্মান তুলে দিয়ে আমাদেরকে চলার পথ আরো অনেক দূর পৌঁছে দিলেন।

No description available.

 

সাধুবাদ জানাই CAZ BRAIN PVT LTD সকল কর্ণধার কে যারা আমাদেরকে মনোনীত করেছেন, এর সাথে সাথে সংস্থার কর্ণধার বিশ্বআনন্দ শ্রীবাস্তব বলেন আমরা ডিজিটাল মার্কেটিং সংস্থা,

 

বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকি, আমরা এরকম একটি উদ্যোগ নিয়েছি কারণ, এর মাধ্যমে জানতে পারা যায় যারা, খুব কম সময়ের মধ্যে কোন না কোন কিছুর বিজনেস থেকে শুরু করে সৃষ্টি করা পর্যন্ত অনেক সম্মানীয় ব্যক্তি একটা সীমায় গিয়ে পৌঁছে গেছে।

No description available.

 

 

 

যারা অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন আজ সেই সকল ব্যক্তিদের হাতেই আমি এই সম্মান তুলে দিতে পেরে নিজেকে কৃতজ্ঞ মনে করছি।, এবং যতটুকু আমার ক্ষমতা তার মধ্য দিয়েই এই সম্মান প্রদান করেছি, তবে আগামী দিনে যদি সবাই আমাকে সহযোগিতা করেন, চেষ্টা করব আরও বড় কিছু করার।।।।। এবং ধন্যবাদ জানাবো মাননীয় মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়কে যিনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ধন্যবাদ জানাবো সকল মিডিয়া বন্ধুদের যারা সারাক্ষন এই অনুষ্ঠানটিকে ক্যামেরাবন্দি করেছেন।। এবং সকল মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন।।

 

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর

Open photo সংবাদ  ২৪ ডটকম,কলকাতা  ব্যুরো

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell