কলকাতা আজ ২৯ শে আগস্ট মঙ্গলবার, দুপুর একটায়, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তির ধর্ণা মঞ্চ পর্যত এই অভিনব মৃত্যু কার্ণিভাল ও মৃত্যু মিছিল করে , কমিশন ও সরকারকে পুনরায় সতর্ক বার্তা দিলেন , হয় ন্যায্য চাকরি, নচেৎ আমাদের মৃত্যু, আর এর জন্য দায়ী থাকবে সরকার, আজ আটশো দিনেও বেশি হয়ে গেছে, জল ঝড় বৃষ্টির মধ্যেই বাড়ী ঘর দোয়ার ফ্যামিলি পরিবার ছেড়ে রাস্তায় বসে, চাকরি থেকে বঞ্চিত,
যোগ্য প্রার্থী রা আন্দোলন করে চলেছে, আর অযোগ্যরা পাশ না করে টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির আকরা তৈরী হচ্ছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই, পড়াশোনার কোনো মূল্য দেয় না, তাই আজ এই মৃত্যু কার্ণিভাল ও মিছিল এর মাধ্যমে সতর্ক করলাম, আজ এই মিছিলে উপস্থিত ছিলেন,সমাজসেবী মিরাতুন নাহা। ও অমলেন্দু ভূষণ চৌধুরী, ও কো-অর্ডিনেটরঅ যুব ছাত্র অধিকার মঞ্চের সুদীপ মন্ডল সহ অন্যান্যরা, এবং। ত্রিশ থেকে পয়ত্রিশ জন চাকরি প্রার্থীরা, এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু মিছিল করতে ছাড়েননি, একটাই দাবি সরকার মনোযোগ দিন এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিক,