কলা খেতে গিয়ে গলা আটকে নীলফামারীর ডোমারে তন্ময় চন্দ্র রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত্যুবরণকারী তন্ময় চন্দ্র রায় হরিণচড়া ইউনিয়নের শালমারা মধ্যপাড়া এলাকার অলোকান্ত রায়ের পুত্র। স্থানীয় ইউপি সদস্য বনমালী চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে খাবারের বায়না করলে শিশুটির মা খাবারের জন্য কয়েকটি কলা তার হাতে দেয়। বাড়ির আশেপাশে হাঁটাচলা করে কলা খেতে থাকে শিশু তন্ময়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে। এসময় শিশুরটির মুখ কলা দিয়ে ভর্তি ছিল। শিশুটির মায়ের আর্তচিৎকারে প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে শিশুটিকে তৎক্ষনাৎ নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।