মঙ্গলবার ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:১৩
শিরোনামঃ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা-মুখ খোলেনি মন্ত্রণালয় আজ আমার দেওয়ান আলেপ চানঁ শাহ্’র ওরশ”সকলে আমন্ত্রিত । ফতুল্লায় গাছ কেটে বালি ভরাট করে জমি দখলের চেষ্টা! থানায় অভিযোগ !! চৌহালীতে গ্রামীণ অবকাঠামো টিনশেড ঘর উদ্বোধন ও পোনা মাছ অবমুক্ত করণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম উৎসব পালন করেন আটাপাড়া পল্লী বাসিবৃন্দ। খিলগাঁও ফ্লাইওভারের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মর্যাদা রক্ষা করা শ্রীকৃষ্ণের অন্যতম একটি শিক্ষা-ব্যারিস্টার রুমিন ফারহানা ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে কুপিয়ে দেড় লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই রূপগঞ্জে কিশোরগ্যাং দৌরাত্ম্যুরোধে বিক্ষোভ মিছিল করে এলাকা বাসী। ৭৯ তম স্বাধীনতা দিবস, উদযাপন করলেন বি. সি .ডি. এ বরানগর জোন।

বন্দর ধামগড়ে জমি সংক্রান্ত বিষয়ে দু-পক্ষের সংঘর্ষে জমির মালিক মোফাজ্জল হোসেন গুরুতর আহত আমাকে প্রানে মেরে ফেলার জন্যই পরিকল্পিত ভাবে হামলা- হর্লেন্ড

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দর ধামগড়ে জমি সংক্রান্ত বিষয়ে দু-পক্ষের সংঘর্ষে জমির মালিক মোফাজ্জল হোসেন গুরুতর আহত আমাকে প্রানে মেরে ফেলার জন্যই পরিকল্পিত ভাবে হামলা করেছে তারা- হর্লেন্ড

স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেনেরবাড়ী এলাকায় গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় জমি সংক্রান্ত বিষয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ জমির মালিক মোফাজ্জল হোসেন(হর্লেন্ড) গুরুতর আহত। অভিযোগ সূত্রে জানা যায় মোফাজ্জল হোসেন( হর্লেন্ড) বন্দর থানাধীন ধামগড় মৌজাস্থিত ০.০৯২৫ একর শতাংশ জমির পৈতৃক মালিক যার এস এস দাগ নং -৪১৭ আর এস -২৮২। উক্ত জমি বিবাদীগন জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ভোগ দখল করছে যা সম্পূর্ণ অন্যায়। এ নিয়ে পৈতৃক জমির মালিক মোফাজ্জল হোসেন( হর্লেন্স) জমি দাবি করতে গেলে বিবাদীর ছেলে ফারুক হোসেন (২৮) তাদের পক্ষ নিয়ে জমি সংক্রান্ত মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং ১৮৭/২২৩। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালতের রায়ে সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রাখিতে বললে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে আমার নিকট ২০ লক্ষ টাকা দাবি করেন অন্যথায় জমি তাদের নামে লিখে দিতে হুমকি প্রদান করেন। অভিযোগ সূত্রে জানা যায় যে এর জেরে ক্ষিপ্ত হয়ে আমার বাবা মোফাজ্জল হোসেন (হর্লেন্ড) ও আমার স্বামী মো ফজলে রাব্বিকে পরিকল্পিত ভাবে একদল ভাড়াটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমার বাবা মোফাজ্জল হোসেন (হর্লেন্ড) মাথায় আঘাত পেলে জ্ঞান হারিয়ে ফেলে সাথে সাথে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। আর আমার স্বামী ও আমাকে এলোপাতাড়ি কিল, ঘুশি দিয়ে নীলা ফোলা যখম করে সামু মাদবরের ছেলে নজরুলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী।

No description available.পরে আমাদের ডাক চিৎকার শোনে আশেপাশে লোকজন আসলে আমাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান, এবিষয়ে বন্দর থানায় সামু মাদবরের ছেলে নজরুল (৬০) কে প্রধান আসামী করে নুরজাহান(৫৫) স্বামী মৃত তাওলাদ হোসেন, হাজী মঞ্জু( ৫৭) পিতা সোনামিয়া মেম্বার, মো আলম (৪০) পিতা নুরুল, জহিরুল পিতা সামু মাদবর, রানা পিতা সাহালম ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে এলাকাবাসী বলেন আমরা বিষয়টি ২০০৪ সাল থেকে দেখতেছি মোফাজ্জল হোসেন (হর্লেন্ড) এর দুইটি মেয়ে আর ওনার নয় ভাই ও তাদের পরিবারের ছেলেদের সাথে নিয়ে তাদের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন করে আর্সছে যা সম্পূর্ন অন্যায় আমার একাধিক বার বাধা দিলেও তাদের পেশিশক্তির প্রভাবে কিছুই করতে পারিনা। বিচার শালীশ ও তেমন কোন আশানুরূপ রেজাল্ট আসেনা। এবিষয়ে জানতে বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক কে মুঠোফোনে কল দিলে তিনি দু’পক্ষকেই হুশিয়ার হতে বলেন জমির বিষয়টি আইন আদালত দেখবেন বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell