শনিবার ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:৪১
শিরোনামঃ
দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবীতে মিছিল ও ডেপুটেশন কর্মসূচী । ১০ মাসে মারাগেছে ২৯ জন- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে প্রতিনিয়ত ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশার ইনজেকশনসহ মহিলা মাদককারবারী গ্রেফতার। গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা—জাগ্রত সাংবাদিক সংগঠন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ। গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা,স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ বোয়ালখালীতে খালে গোসল করতে গিয়ে মাথায় গাছের শুকনো ডাল পড়ে ব্যক্তির মৃত্যু ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন হেলথ কেয়ার হাসপাতাল বন্ধ ঘোষনা- মালিকসহ ৩ জন আটক পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন নেহেরু মঞ্চে আয়োজন করেন লাইসেন্সের শিবিরের

একাডেমি অফ ফাইন আর্টস, এ বিস্ময় কর, একটি ডবল সোলো প্রদর্শনী শুভ সূচনা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

একাডেমি অফ ফাইন আর্টস, এ বিস্ময় কর, একটি ডবল সোলো প্রদর্শনী শুভ সূচনা হয়।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ  ২৪ ডটকম,,কলকাতা  ব্যুরো

তোমার ফ্লোর ,আমার দেওয়াল,,,,, নাম করণের মধ্য দিয়ে, দুই প্রখ্যাত শিল্পী তাদের প্রদর্শনী তুলে ধরলেন একাডেমি অফ ফাইন আর্টসে, একজন তার তুলির টানে মানুষের মন জয় করে নিয়েছেন বেশ কয়েকটি ছবির মধ্য দিয়ে, শিল্পী বিজয় রক্ষিত মহাশয়, আরেকজন চাকরি করার ফাঁকে, শিল্পকে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায়,
No description available.
এবং ওয়েস্টেজ জিনিষ দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা যায়, সারাক্ষণ সেই ভাবনা নিয়েই চলেন, তাই এই এই প্রদর্শনীতে বেশ কয়েকটি মডেল তুলে ধরলেন নিজের হাতে তৈরি,, সচরাচর কোন শিল্পী এখনো পর্যন্ত এই ধরনের মডেল প্রদর্শনীতে প্রদর্শীত করেননি, বিমান নাগ মহাশয় বলেন সাধারণ মানুষেরা যে সকল ওষুধ ও ক্যাপসুল খান,
No description available.
এবং খাওয়ার পরে সেগুলি যখন ফেলে দেন, বিমানবাবু চাকরির ফাঁকে সেই সকল মানুষকে ওই জিনিসগুলি জমা করে রাখতে বলেন।, এবং ফেলতে না করেন,আর সেই সকল জিনিস দিয়েই তার হাতের তৈরি বেশ কয়েকটি মডেল মানুষের মন জয় করে নিল এবং শিল্পীদের আকর্ষণ বাড়িয়ে দিল।
No description available.
সকলেরই জানার আকাঙ্ক্ষা কিভাবে তিনি মাথার মধ্যে এই মডেল গুলি এনেছেন এবং এই ওষুধের ওয়েস্টেজ জিনিসগুলি কিভাবে তিনি জোগাড় করেছেন,, তাহার সদ উত্তর তিনি সবাইকে দেয়ার চেষ্টা করছেন এবং চাকরির ফাঁকে কিভাবে তিনি সময় দিয়ে এই শিল্পকে তুলে ধরছেন। তারপর বর্ণনাও দিয়েছেন।
No description available.
৫ই সেপ্টেম্বর ঠিক বিকেল পাঁচটায়, একাডেমি অফ ফাইন আর্টসের, নিউ সাউথ গ্যালারীতে, বিশিষ্ট শিল্পী ও অভিনেতার উপস্থিতিতে এই প্রদর্শনী শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী তারক ঘোড়াই এবং বাদল পাল, অভিনেতা সন্দীপ দে সহ অন্যান্যরা, ৫ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা, সকল শিল্পী ও দর্শক বন্ধুদের জন্য খোলা থাকবে এবং দেখার সুযোগ থাকবে।, বিমান নাগ মহাশয় সংবাদ মাধ্যমকে জানালেন,
No description available.
আমি রেলের চালক, সরকারি ডিউটি আমাকে করতে হয় , তার ফাকে আমার নেশা ওয়েস্টটেজ জিনিসকে দিয়ে কিভাবে বিভিন্ন মডেল করা যায়, তাই চাকরির ফাঁকে আমি বসে পড়ি এই কাজে, আমাকে সহযোগিতা করেন আমার বাড়ির সবাই এবং মিসেসও,
No description available.
বিভিন্ন দেশে প্রদর্শনী করেছি এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডস এ আমি সম্মানিত হয়েছি ও বহু পুরস্কার পেয়েছি।,
পুরস্কারই সব নয়, শিল্পীদের হাতের কাজই সম্মান আনতে পৌঁছে দেয় ,যদি একটা শিল্পী সঠিক পথে এগিয়ে যেতে পারে,, আজ আমি যেভাবে মানুষের মন জয় করতে পেরেছি, আমি চাইবো আমার মতো আরও যারা শিল্পী আছে ,তারাও এগিয়ে যাক প্রচেষ্টা চালিয়ে যাক এবং তার ছবি মানুষের সামনে তুলে ধরুক এই কামনা করি।, বিজয় রক্ষিত মহাশয়ও জানালেন, শিল্পী জগতে কেউ ছোট নয় ,তাদের প্রচেষ্টা তাদের আগ্রহ ,সামনের চলার পথ করে দেয়। দুই শিল্পীরা ভেঙে না পড়ে, নিজেদের মনের জোরকে কাজে লাগায় , ছবি বিক্রি হবে কি না হবে? সেই চিন্তা না করে ,তাহলে নিশ্চয়ই একদিন তারা সফল হবেই,।

শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর

Open photoসংবাদ  ২৪ ডটকম,,কলকাতা  ব্যুরো

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell