একাডেমি অফ ফাইন আর্টসে, প্রথম আকর্ষণীয় একটি প্রদর্শনী শুভ সূচনা হয়। ১২ ই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এই প্রদর্শনী শুভ সূচনা হয়, বিশিষ্ট অতিথিদের হাত ধরে, এই প্রদর্শনী শুভ সূচনা করেন,
ভাস্কর ভবন মিউজিয়ামের সেক্রেটারী শ্রী ইন্দ্রজিৎ বোস ও বিখ্যাত শিল্পী রামকুমার মান্না, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুভ সূচনা হয়, এরপর বিশিষ্ট অতিথিদের ব্যাচ উত্তরীয় ও পুস্ত স্তবক দিয়ে সম্মানিত করেন, এই প্রদর্শনী সমস্ত দর্শকদের জন্য ও শিল্পকর্মীদের জন্য খোলা থাকবে, ১২ সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং এই আকর্ষণীয় প্রদর্শনী সবার দেখার সুযোগ করে দিয়েছে। আগে কোনদিন এই ৬ জন শিল্পীর সিরামিকের উপর প্রদর্শনী, তার সাথে সাথে পেন্টিং হয় না, সুন্দর একটি ভাস্কর্য সবার জন্য তুলে ধরলেন।
বিশিষ্ট অতিথিরা জানালেন সত্যিই দেখার জিনিস এই ধরনের সিরামিক এর উপর শিল্পীরা কেউ একাডেমি অফ ফাইন আর্টসে আজও তুলে ধরেননি, আমরা এই সকল শিল্পীদের আরও এগিয়ে যাওয়ার শুভ কামনা করি। শুদূর বর্ধমান থেকে ৬ জন শিল্পী একাডেমি অফ ফাইন আর্টসে তাদের যে প্রদর্শনী তুলে ধরেছেন দর্শকেরা ও শিল্পীরা মুগ্ধ,
বারবার বেশ কিছু দর্শক শিল্পী এই প্রদর্শনই দেখতে এসেছেন এবং যারা এই শিল্প তুলে ধরেছেন তাদেরকে প্রতিটি জিনিসের বিবরণ জানতে চেয়েছেন। শুধু তাই নয় যে ছয় জন শিল্পী এই পদর্শনী তুলে ধরেছেন তারা বললেন আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ, আমাদেরকে এইভাবে যে দর্শক ও শিল্পীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করবেন, আমরা ভাবিনি, তবে আমাদের চলার পথ আরো এগিয়ে দিল। আমরা চেষ্টা করব এই ধরনের প্রদর্শনী আরো বেশ কিছু গ্যালারিতে করার, শিল্পীদের মধ্যে ছিলেন, বিশ্বদীপ দে, শিখা চ্যাটার্জী, শুভেন্দু ঘোষ ,জয়দীপ ঘোষ, অতনু চট্টোপাধ্যায়, অপূর্ব নন্দী, যারা পুরোপুরি বর্ধমান থেকে আগত।