পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রূপগঞ্জ মধুখালি এলকায় মিঠু গাং আদালতের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে মোশারফ এর জমি দখলের চেষ্টা
মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার-
নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন মধুখালি এলাকার আব্দুল সামাদ এর পুত্র মোশারফ (৪২) এর পৈতৃক ২৫.৩৮ শতাংশ জমিতে একই এলাকার আনিছ মিয়া’র পুত্র ভূমিদস্যু,চাঁদাবাজ, সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী, রূপগঞ্জ থানার বহু মমলার আসামী রাকিবুল হাসান মিঠু (৩৫) তার সঙ্গীয় সন্ত্রাসী দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক মোশাররফের জমি দখল করার চেষ্টা করে যাচ্ছে। মিঠুর এ সন্ত্রাসী কাজে বাঁধা দিতে গেলে মোশারফ ও তার পরিবারকে দফায় দফায় মারধোর ও প্রাণ নাসের হুমকি ধামকি দিয়া থাকে। মোশারফ তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করেও পাচ্ছে না থানা পুলিশের সহযোগিতা। মিঠু গংদের ভয়ে মোশারফের পরিবার এখন প্রান বাচানোর ভয়ে আতঙ্কিত। ঘটনা সূত্রে জানা যায় যে, মোঃ মোশারফ মিয়া রূপগঞ্জ পিতলগঞ্জ মৌজা স্থিত সি,এস ১৩৬,এস,এ ১৬০ ও আর,এস ৮২ নং খতিয়ান ভূক্ত। যাহার দাগ নং- সি,এস, ও এস,এ দাগ নং- ২০৮। আর এস দাগ নং- ১৭৯। জমির পরিমান ২৫.৩৮ শতাংশ সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখলে ছিলেন। এই জোতের আর এস ২৯ নং- খতিয়ানের ১৭৮ নং- দাগ হতে রাকিবুল হাসান মিঠু ১২ শতাংশ জমি ক্রয় করে । দুজনের আর এস খতিয়ান ও দাগ নং ভিন্ন হলেও মিঠু তার ক্রয়কৃত মালিকানা জমিতে না গিয়ে মোশারফ এর সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে দখল করার চেষ্টা করে চলছে।
ঘটনার বিবরনে মোশারফ বলেন, রাকিবুল হাসান মিঠু সে তার ক্রয়কৃত জমিতে না গিয়ে আমার জমিতে এসে আমাকে বেদখল করার চেষ্টা করতে চাইলে স্হানীয় ভাবে উভয়ের কাগজ পত্র দেখে এলাকাবাসী মিঠুকে এ জমিতে আসতে বারন করলে মিঠু তাদের কথা না শুনে তার সাথে থাকা সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে বেদখল করার চেষ্টা করলে আমি ন্যায় বিচারের আশায় মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে ৫ সেপ্টেম্বর একটি পিটিশন মোকদ্দমা করি যাহার নং- ৭৫৩/২০২৩। ধারা: ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ । মহামান্য আদালত মামলার আলোকে রূপগঞ্জ থানাকে আদেশ করেন জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারা জারি করেন। আদালতের আদেশকে উপেক্ষা করে মিঠু ও তার সঙ্গীয় জামান মিয়া,মোঃজয়নাল,মোঃ সিয়াম,মোঃ হাবিব,মোঃ হাসিব,বল্লা,মোঃ শাহীন তারা সকলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গত ১৯ সেপ্টেম্বর আমার বাউন্ডারি দেয়াল ভাঙ্গিয়া জমিতে নতুন দেয়াল নির্মাণ করতে গেলে আমি খবর পেয়ে বাঁধা দিতে গেলে আমাকে, আমার স্ত্রীকে সাথে আমার পরিবারের লোকজনকে বেদম মারধোর করে রক্তাক্ত জখম করে। তাদের আঘাতে আমার স্ত্রী এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও এখনো কোন ন্যায় বিচার পাইনি। থানায় পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা না পেয়ে গত ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবরে রাকিবুল হাসান মিঠু, আব্দুল রহমান, জামান মিয়া, জয়নাল, মান্নান, শামীমা আক্তার, যমুনা, হাবিব মিয়া,বেলায়েত,সিয়াম, সজিব,আসিফ মিয়া’র বিরুদ্ধে আইনী সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ করি। বর্তমানে তাদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তারা যে কোন সময় আমি ও আমার পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলতে পারে।