কলকাতা বনহুগলী সর্বসাধারণের উদ্যোগে,, ৯৭ তম বছরে পদার্পণ করলো শ্রী শ্রী দুর্গা পুজো, ৬৯ নম্বর নিমচাঁদ মৈত্র স্ট্রীট , সর্বসাধারণের দুর্গা পুজো,
nagarsangbad24
-
প্রকাশিত: অক্টোবর, ২৪, ২০২৩, ৪:০১ পূর্বাহ্ণ
-
৮৮ ০৯ বার দেখা হয়েছে
বনহুগলী সর্বসাধারণের উদ্যোগে,, ৯৭ তম বছরে পদার্পণ করলো শ্রী শ্রী দুর্গা পুজো, ৬৯ নম্বর নিমচাঁদ মৈত্র স্ট্রীট এর, সর্বসাধারণের দুর্গা পুজো,
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
প্রতিবছরের ন্যায় এ বছরের একটি অন্যরূপে, রূপদান দিয়েছেন এই পুজোকে এবং এবারের ভাবনা গয়ার বৌদ্ধ মন্দিরের আদলে, একটি বনেদী বাড়ি কে কেন্দ্র করে এই পুজোর থিম,
সুন্দর সুন্দর কাপড়ের মধ্য দিয়ে এই থিমকে তুলে ধরা হয়েছে, এর বিশেষত্ব অ্যাকোরিয়াম ও বিভিন্ন ধরনের মাছএর মধ্য দিয়ে ডেঙ্গু নিধন ও পরিবেশ সুন্দর রাখার বার্তাও দেয়ার চেষ্টা করেছেন।,
উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক, শ্রী অভিজিৎ ঘোষ ও সভাপতি, রবিলাল মৈএ প্রাক্তন আইনমন্ত্রী, তাহারা জানান আমরা প্রতিবছরই কিছু অন্য ভাবনা তুলে ধরার চেষ্টা করি মানুষের কাছে,
বার্তা পৌঁছানোর জন্য, এবারের ভাবনা থেকে আমরা এটুকুই বলবো, যে ভাবে দেশে ডেঙ্গু বেড়ে চলেছে, সাধারণ মানুষ যেটাতে আতঙ্ক হয়ে পড়ছেন ,
আমরা তার উপর নির্ভর করে এই ভাবনার মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, যাতে কোন রকম আতঙ্ক না করে, নিজেদেরকে সচেতন করেন, কোনরকম পাত্রে জল না রাখে, এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।। এর সাথে সাথে এলাকার মানুষকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো ,
এই কারণে এমনকি মহিলাদেরও যারা সব সময় আমাদের পাশে আছেন ও থাকার চেষ্টা করেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা যেভাবে সহযোগিতা পেয়ে এই পুজোকে 97 তম বছরে পৌঁছানোর চেষ্টা করেছি এবং সবার সহযোগিতা নিয়ে আমরা বেশ কিছু সময় সেবামূলক কাজ করে চলেছি,
আগামী দিনে এলাকা বাসি এবং মহিলা যদি আমাদের পাশে থাকেন, আমরা আরো কিছু করে দেখাতে পারবো ,এই আশা রাখছি, এবং ক্লাবের সকল সদস্যদের অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে।
আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারাও ঠাকুর দেখুন, আনন্দে কাটান ,আর আমাদের ঠাকুরটি ও পরিদর্শন করুন, কারণ পরিদর্শন না করলে দূর থেকে বোঝা যায় না। কোন ভাবনা কি জন্য তুলে ধরা হয়েছে। কি বার্তা দিতে চলেছেন।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...