আজ তিসরা নভেম্বর শুক্রবার, ঠিক বিকেল চারটায়, এক নম্বর এ জে সি বোস রোড এর সংযোগস্থলে,, ক্লিক স্টুডিওর প্ল্যাটফর্মে,,, জন হালদার প্রযোজিত ও পরিচালিত রোমহর্ষক থ্রিলার ,,এন এইচ ৬ লঞ্চ করল ।
যদিও এর আগে প্রথম ঝলকের বিরাজ পোস্টার দেখা গিয়েছিল এবং মানুষের মন অনেকটাই জয় করে ফেলেছিল, আজ তারই থ্রিলার ,দর্শকদের জন্য এন এইচ ৬ থ্রিলার লঞ্চ করল, ক্লিকের ওটিটি প্লাটফর্মে দেখার সুযোগ করে দিল,
আর ক্লিকের ওয়েব সিরিজ মানে, একটা আলাদা আলাদা ঘটনা নিয়েই তৈরি হয়। অভিনয় করেছেন, অভিনেতা রাজেশ শর্মা, অভিনেত্রী দেবলীনা দত্ত ,অভিনেতা যুধাজিত সরকার, গৌরব মল্লিক ,মধুমিতা সেনগুপ্ত সহ অন্যান্যরা এবং যিনি সকলকে আনন্দ দেন ,সেই গণমাধ্যমের পরিচিত নাম রানা বসু ঠাকুর,
আর যার উদ্যোগে ও সহযোগিতায় এই ধরনের ওয়েব সিরিজ গুলি মানুষের মন জয় করে চলেছে ক্লিনিকের ওটিটি প্ল্যাটফর্মে এবং নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ করে দিচ্ছেন তিনি হলেন ক্লিকের কর্ণধার,
যিনি সবাইকে সঙ্গে নিয়ে একটি ক্লিকের পরিবার তৈরি করেছেন, আর প্রত্যেক ক্লিক পরিবারের আশা, অভিনেতা ও অভিনেত্রীদের আশা,, এই ৩৫ তম ওয়েব সিরিজ ও মানুষকে ছুঁয়ে যাবে ,এই লোমহর্ষক ঘটনা, এই ছবিটির মধ্যে কোন বিপদের হাতছানি লুকিয়ে আছে ,, ছবিটি সম্পূর্ণ গাছ ছমছমে ঘটনা নিয়েই তৈরি ,, এই রহস্যময় এন এইচ ৬ হাইওয়েতে।