আজ ৬ই নভেম্বর দুপুর বারোটায়, ধর্মতলা টিপু সুলতান মসজিদ থেকে সংগঠন যুক্ত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল ধর্মতলা ক্রসিংহে যখন গান্ধী মূর্তির দিকে এগিয়ে যায় , কিড স্টীট মুখে পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয়,
তাদের আর এগোতে দেওয়া হয়নি ,তখন সবাই বসে পড়েন, বক্তৃতা দেন সিরিকুল্লাহ সাহেব সহ সংগঠনের অন্যান্যরা, বলেন যেভাবে ইজরাইল ছোট ছোট শিশু ও নারীদের হত্যা করছে, এই মৃত্যু লীলা বন্ধ হোক,
সকল সংগঠনকে নির্দেশ দিলেন, কেউ ইজরাইলের জিনিস ব্যবহার না করতে, তাই নয় তিনি তাদের সামনে জানালেন, কয়েকদিন আগে তিনি ইজরাইল গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি চিঠিও পেশ করেন,
চিঠির মাধ্যমে জানান ,আপনারা কি করলে এই যুদ্ধ বন্ধ করবেন, উত্তরে আমাদেরকে জানানো হোক,কেন এই ভাবে শিশু নারীদের হত্যা করা হচ্ছে, এই মিছিলে বহু মহিলারাও অংশগ্রহণ করেন, তারাও মিছিলে স্লোগান দেন,,একি কন্ঠে গর্জে বন্ধ হোক আমাদের মা বোনদের উপর অত্যাচার ও মৃত্যু খেলা , ইজরাইল ধংস হোক , আমেরিকা হুঁশিয়ার, ভারত সরকার চুপ কেনো,