মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গৌর চন্দ্র রায় নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহত গৌর চন্দ্র রায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূবন রায়ের পুত্র। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও সহপাঠীরা জানান, বৃহস্পতিবার বিকালে গৌর চন্দ্র রায়কে বাইরে ঘুরতে যেতে বলেন তার সহপাঠীরা। এসময় অসুস্থ্যতার কথা বলে ছাত্রাবাসের নিজ কক্ষে ঢুকে যান তিনি। সহপাঠীরা ফিরে এসে তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। পরে, তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান তারা। এবিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিহতের কক্ষটি ভিতর থেকে বন্ধ করা ছিল। বল প্রয়োগের মাধ্যমে দরজা খুলে নিহত গৌরকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতদৃষ্টিতে তার এই আত্মহত্যাটি প্রেম ঘটিত কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।