নগর সংবাদ।।পুলিশের মাসিক কল্যাণ সভায় বিভিন্ন পদবীর অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ই আগস্ট বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ জায়েদুল আলম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপি এম বার) এর হাত থেকে অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন পদবীর অফিসাররা সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র গ্রহন করেন।
জুলাই মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে বিভিন্ন পদবীর অফিসারদের পুরস্কার প্রদান করা হয়েছে।