১০ই ডিসেম্বর রবিবার বিশ্ব মানবাধিকার দিবস, সারাদেশে এই দিনটি পালিত হয়,, তার সাথে সাথে, আজ বিশ্ব মানবাধিকার দিবস পালিত হল , নিউ দিল্লীর ভারত মন্দাপামে,, সকাল ১০ টায় এর শুভ সূচনা করেন, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, ।
বিভিন্ন রাজ্য থেকে বেশ কিছু প্রতিনিধি ,সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর মহাশয়, উপস্থিত ছিলেন চেয়ার পারসন অরুণ কুমার , উপস্থিত ছিলেন স্টেট এর কর্ণধার হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া চন্দ্র শেখর দে ও রুপালী দে,
এবং স্টেট এর রঞ্জন দলুই, এছাড়া উপস্থিত ছিলেন চন্ডিগড় থেকে সুখভন সিং, , রাজস্থান থেকে জয়প্রকাশ মিনা, পাঞ্জাব থেকে হেমন্দীপ সিং,, হরিয়ানা থেকে থমাট্রিপ সিং সহ অন্যান্য প্রতিনিধি ও সদস্যরা,,, সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিভিন্ন কাজকর্মের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান শুরু হয়।
সবার বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে সরক্ষা দেওয়া আমাদের লক্ষ্য,, । এরপর প্রত্যেক অতিথিকে উত্তরীয় ব্যাচ পড়িয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন,, উপস্থিত বিভিন্ন রাজ্যের মানবাধিকার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অতিথিরা বলেন,, ,
সকলের উদ্দেশ্যে,,,, এই সংগঠনে শুধু থাকলেই হবে না,, সংগঠনের লক্ষ্য হলো, সাধারণ মানুষের পাশে থাকা,, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া,, তাদের সুরক্ষা দেওয়া এবং নির্দিষ্ট পথে চালিত করা,,
এইগুলো যার মধ্যে থাকবে,, সেই সফল হতে পারবে এবং সংগঠনকে সামনের লক্ষ্যে নিয়ে যেতে পারবে। সারাদেশে যেভাবে নারী ও পুরুষেরা বিপদের সম্মুখীন হচ্ছেন, প্রতি পদে বিপদ ঘটছে,, নারীদের উপর অত্যাচার হচ্ছে,, তাদের পাশে ছুটে যাওয়া এবং তাদেরকে সুরক্ষিত করায় এই মানব অধিকার সংগঠনের কাজ,,, আইন কি সঠিক পথে পরিচালনা করা,
যাহাতে কোন মানুষের যেকোনো সমস্যার সমাধান হয়,, এবং সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে চলাফেরা করতে পারে,,, এবং অভিযোগ পাওয়ার সাথে সাথেই তার পাশে গিয়ে দাঁড়ানো।।
স্টেট এর কর্ণধার হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়ার চন্দ্র শেখর দে মহাশয় বলেন,, এই মানব অধিকার সংগঠনের মধ্য দিয়ে বহু মানুষ উপকৃত হচ্ছেন, এমনকি বিপদ মুক্ত হচ্ছে, যদি সঠিক পথ অবলম্বন করা যায়,নিশ্চয়ই তার সমাধান আছে,,, আর একটা কথাই বলব হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া সবসময় সবার পাশে থাকার চেষ্টা করে এবং তাহাদেরকে আলোর পথ দেখায়, ,আর একইভাবে সকল প্রতিনিধির ও সদস্যদের একটা কথাই বলবো ,,আপনারাও কারো বিপদে অতি অবশ্যই পাশে গিয়ে দাঁড়াবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আজকের দিনে সবাই একই সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবো,,,আমরা সবার পাশে আছি,, থাকব ,,সঠিক পথ দেখাবো। মানুষের সমস্যা কিভাবে দূর করা যায় তার লক্ষ্যে আমরা।