মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২১
শিরোনামঃ
ঘুষ আদায়ের ভিডিও ভাইরাল, এএসআই মাসুদ রানা ক্লোজড শিক্ষার্থী ও তার মা হত্যার ঘটনায় সন্দেহ ভাজনকে আটক নীলফামারীর কারাগারে সাজা ভোগ শেষে পেলেন সেলাই মেশিন বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়ায় থানায় অভিযোগ,তদন্ত করতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য কলকাতা, বরানগরে তৃণমূল পাথমিক শিক্ষক সমিতি চক্রের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হলো। স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যাচেষ্টা,নারীকে গ্রেফতার শ্রীপুরে কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ,যুবককে গ্রেফতার আসন্ন দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে-স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। চৌহালীর খাষকাউলিয়া সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ উদ্বোধন কলকাতার ফেস্ট-৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ এর শুভ সূচনা হলো-অ্যানথ্রোপোলজিক্যাল ইন্ডিয়ার অডিটোরিয়ামে।

পদ্মার দুর্গম চরে ৫ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক=করে র‌্যাব -৫

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২৩, ২:১২ পূর্বাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

 

পদ্মার দুর্গম চরে ৫ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক=করে র‌্যাব।

রাজশাহী প্রতিনধি।।

পদ্মার চরে ৫ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাব। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য পাঁচ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ী উপজেলার দুর্গম চর হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃরা হলেন— হনুমন্তনগরের কাজিম উদ্দিন ওরফে তৈয়ব (৪৪) ও তার ছেলে জীবন আলী (১৭)। আটক কাজিম উদ্দিন ওই এলাকার হেরোইন সম্রাট হিসেবে পরিচিত। তার ছেলে জীবন আলী হেরোইন কেনা বেচার হিসাব সংরক্ষণ করতো বলে জানিয়েছে র‌্যাব। হেরোইন উদ্ধার ও মাদক কারবারি আটকের বিশেষ অভিযানের পর বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, গোদাগাড়ীর ওই চরাঞ্চলটি ব্যবসায়ীরা হেরোইন পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব সেখানে বিশেষ নজরদারি করছে। আটকরা বাইরে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই হেরোইন অভিনব কায়দায় বাড়িতে সংরক্ষণ করছিলেন। এর আগে একাধিক চালান পাচার করেছেন তারা। র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, রাজশাহীর গোদাগাড়ী ও এর সংলগ্ন পদ্মার ওপাড়ে প্রত্যন্ত চরাঞ্চলগুলো হেরোইন পাচারের একটি বড় রুট হিসেব ব্যবহৃত হয়। এ কারণে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল এই এলাকাগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে হেরোইনের একটি বড় চালান পাচার করবে কাজিম উদ্দিন তৈয়ব। সীমান্তের ওপাড় থেকে বিপুল পরিমাণ হেরোইন পাচারের উদ্দেশ্যে এই বাড়িতে নিয়ে এসেছেন তিনি। এই তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ এর সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রায় দুই ঘণ্টা নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে চর হনুমন্তনগরে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে কাজিম উদ্দিন তৈয়বের বাড়ির এলাকায় পৌঁছানোর পর তার বাড়িটি শনাক্ত করা হয়। এরপর কাজিম ও তার ছেলে জীবন আলীকে আটক করেন র‌্যাব সদস্যরা। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে একাধিক জায়গায় লুকানো অবস্থায় পাঁচ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক আরও জানান, বাড়ি তল্লাশির সময় একটি ছোট ডায়েরি পাওয়া যায়, যার ভেতরে তার মাদক কারবারের বিভিন্ন চালান সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য লিখিত অবস্থায় সংরক্ষিত আছে। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, কাজিম উদ্দিন তৈয়ব এবং তার ছেলে জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। কাজিম উদ্দিন তৈয়বের মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরনের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্ট্যান্টের কাজ করতেন তার ছেলে জীবন আলী। চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশে সীমান্তের ওপাড় থেকে বিপুল পরিমাণ হেরোইন চোরাচালান করে আসছিলেন। এর আগেও বেশ কয়েকবার তারা একই কৌশলে বিপুল পরিমাণ মাদক সরবরাহ করেছেন বলে তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাজশাহীর গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell