বৃহস্পতিবার ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১২
শিরোনামঃ
স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান-প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার সরকারি ছুটি। খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন -নাহিদ ইসলাম। শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় ৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন” না ফেরার দেশে চলে গেলেন বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অসুস্থ সাংবাদিক হাজী মাহমুদ হাসান কচির খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারর শোক।।

ছাতকের এক পরিবারের বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৭, ২০২১, ১২:৩৯ পূর্বাহ্ণ
  • ৩৯৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত একটি পরিবারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। পরিবারের মা-মেয়ের বিরুদ্ধে অসামজিক অভিযোগ এনে আইনী ব্যবস্থা নিতে গ্রামবাসী স্বাক্ষরিত একটি আবেদন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়েছে। গ্রামে দেহ ব্যবসার প্রতিবাদে মা মনোয়ারা বেগম ও মেয়ে সেমা আক্তারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে এসব অপকর্ম তুলে ধরা হয়। গতকাল শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামের বাসিন্দা আলকাছ আলী। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, বেতুরা গ্রামের আমিন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে সেমা আক্তার গ্রামে মিনি পতিতালয় গড়ে তুলেছে। এতে গ্রামের যুব ও ছাত্র সমাজ মারাত্মক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিনই বহিরাগত মানুষ তাদের ঘরে আসছে যৌন পিপাসা মেটাতে। তারা ইমো ও ওয়াটসআপের মাধ্যমেও তাদের অশ্লীল দেখিয়ে অবৈধ অর্থ উপার্জনে জড়িয়ে পড়ে। বর্তমানে তাদের মা-মেয়ের উলঙ্গ ছবি যুব সমাজের হাতে-হাতে পৌছে গেছে। তাদের অপকর্মে কেউ প্রতিবাদী হলে তাকে নারী নির্যাতন ও ধর্ষনের চেষ্টা মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিয়ে থাকে। যৌন ব্যবসা বেপড়ুয়া ভাবে চলতে থাকলে গ্রামের মুরুব্বী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম এর তীব্র প্রতিবাদ করে এসব অপকর্ম বন্ধ করার পরামর্শ দেন তাদের। এতে ক্ষীপ্ত হয়ে মা মানোয়ার বেগম ও মেয়ে সেমা আক্তার ৭০ উর্ধ্ব আব্দুর রহিম ও তার চার ছেলের বিরুদ্ধে ছাতক থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। এ মিথ্যা ও সাজানো মামলায় আব্দুর রহিম বর্তমানে জেল হাজতে রয়েছেন। এতেও ক্ষান্ত হয়নি তারা। গ্রামের এরকম প্রবীন ও গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে তারা অশালিন মন্তব্য প্রচার করে যাচ্ছে। তাদের অসামজিক কর্মকান্ডে গ্রামের মানুষ অতিষ্ট ও ক্ষব্ধ হয়ে উঠেছেন। মামলার তদন্তকারী কর্মর্কর্তার পক্ষপাতমুলক ও রহস্যজনক আচরনে গ্রামের মানুষ মর্মাহত ও ও ক্ষব্ধ হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। মা-মেয়ের মিনি পতিতালয় উচ্ছেদসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসী। পাশাপাশি আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমকে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিত্যা মামলা প্রতাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে গ্রামের আব্দুল মতলিব, সমছু মিয়া, মাসুক মিয়া সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell