এমনই ঘোষণা দিয়েছেন নৌকার জয়প্রত্যাশী যুবক বাদশা। নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাদশা। ভালোবাসেন নৌকা প্রতীককে। এজন্য খালি গায়ে খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালাচ্ছেন। রোববার (৭ জানুয়ারি) নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন তিনি।
আলাপকালে বাদশা বলেন, ‘আমি বেশিরভাগ (৮০ শতাংশ) সময় পাঁয়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালাচ্ছি। তবে দূরে যাওয়ার সময় শুধু গাড়িতে উঠি। তফসিল ঘোষণার পর থেকে আমি এভাবেই প্রচারণা চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গোসল করলে শরীরে আঁকা ছবি-প্রতীক মুছে যাবে, তাই গোসল করি না। আগামীকাল নৌকা বিজয়ী হওয়ার পর গোসল করে ঘরে উঠবো।’