সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সোহেল মিয়া জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনা বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের তিনটি অবৈধ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাকি অংশে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ইয়ামিন বলেন, সকাল থেকে শতাধিক জনবল আইনশৃঙ্খলা বাহিনী সদস্য উপজেলা প্রশাসনের কর্মচারী, পল্লী বিদ্যুতের সদস্য, সওজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ তিনটি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাড়ে তিন হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।