জেলার মাদারগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকারের আইন লঙ্ঘন ও ওজন এবং মানদণ্ড ঠিক না থাকায় এই জরিমানা করা হয়।
রোববার (৩১ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বালিজুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত। তিনি বলেন, আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। এ সময় একটি স্বর্ণ ও দুইটি স্টোশনারির দোকানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এ সময় উপজেলা প্রশাসনে সঙ্গে জেলা ভোক্তা অধিকারের কর্মকর্তা ও বিএসটিআইয়ের ময়মনসিংহ (মেট্রোলজি) পরিদর্শক খেলা রানী কর উপস্থিত ছিলেন।