নীলফামারীর মো. মানিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) রাত ৯টায় ওই ট্রেনের ‘ছ’ বগি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা থেকে বিলম্বে ছেড়ে আসা ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর ছাড়ার পর সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় ‘ছ’ বগিতে মানিক নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
সৈয়দপুর রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মানিক জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।