ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পর হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার গুজারভিটা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী সোহেল ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে।
স্থানীশ কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, হাজেরা খাতুন সোমবার (৬ মে) থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে হাজেরা খাতুনের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, নিহতের স্বামী প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজেরা তার স্বামীর হাতে খুন হয়েছেন। নিহতের শ্বাশুড়ি ও দুই ননদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।