চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পল্লী চিকিৎসক শাহজালাল ফরিদ বলেন, ডাকাতরা পুলিশ পরিচয় দিয়ে আমার বাসায় প্রবেশ করে। পরে আমার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে আমাকে বেঁধে ফেলে। আমার স্ত্রীর হাত বেঁধে চাবি নিয়ে তারা ঘরের সব কিছু তছনছ করে স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগীর ভাই শফিকুর রহমান ফুটন বলেন, আমার ভাইয়ের বাসায় ডাকাতির খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে জরুরিসেবা ৯৯৯ -এ কল দিয়ে পুলিশের সহায়তা চেয়েছি। বিকেল ৫টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।