কলকাতা আঞ্চলিক মহেশ্বরী সভা ও সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ১৬ই জুন রবিবার, কলকাতার কলা মন্দিরে অনুষ্ঠিত হয়, অল ইন্ডিয়া মহেশ্বর মহাসভা ,ভগবান শিবের বংশধর হওয়ায় মহেশ নবমী দিন টি জন্মদিন হিসাবে পালিত হয়,
আর সেই উৎসবকে কেন্দ্র করেই আজকে কলকাতা আঞ্চলিক মহেশ্বরী সভার আয়োজন এবং সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এলাকায় বসবাসকারী মহেশ্বরী সম্প্রদায় এবং পরিবারদের এক ছাতার নিচে জড়ো করা এবং সমাবেশের সাথে সংযুক্ত করা।
এবং এই উদযাপনটি ধুমধামের সহিত মহাসম্মানয়ে প্রতিবছর হয়ে থাকে, এই বৎসর ও যদিও সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল কিন্তু কোন কারণবশত আয়োজন থাকলেও তারা করতে পারেননি।, প্রতিবছর অনুষ্ঠানের আগে একটি সুবিশাল র্যালির মধ্য দিয়ে এই মহেশ্বরী সভার আয়োজন হয়ে থাকে। এবারেও সেইমতো বিভিন্ন মডেল তৈরি হলেও শোভাযাত্রা করা যায়নি। তাই সেগুলি মঞ্চের দুই দিকে সাজিয়ে রাখা হয়েছিল।
শুধু তাই নয় যেহেতু মহেশ্বরী শিবের বংশধর হওয়ায় উদ্যোক্তারা তিনটি প্রতিমাও গড়েছিলেন শিব দুর্গা পার্বতী, এবং সেগুলি মঞ্চের সম্মুখে রাখা ছিল।। সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সভার শুভ সূচনা করেন, এবং কয়েকশো সভার সদস্য উপস্থিত হন বিভিন্ন জেলা থেকে, তাদের মধ্যে বালি আঁচল মহেশ্বরী সভা, মহেশ্বরী সভা হাওড়া ,বেলঘড়িয়া শ্রী মহেশ্বরী সভা বিধান নগর, হিন্দমোটর কেন্দ্রীয় কলকাতা মহেশশ্রী সভা, শ্রীরামপুর মহেশ্বরী সভা, পূর্ব কলকাতা মহেশ্বরী সভা , ভি,আই, পি আঁচল মহেশ্বরী সভা,সহ আরো অন্যান্য জেলা থেকেও সদস্যরা উপস্থিত হয়েছিলেন।
এই অনুষ্ঠানে প্রায় ১২০০টিরও বেশি সম্প্রদায়ের সদস্য যোগ দেন, এবছর মহেশ্বরী উৎসবে সমাজের সামাজিক ও শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য মহাসচিব সবার মহান ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়। মহেশ্বরী সভায় শুধু অনুষ্ঠান করেই চুপ থাকেন। সারা বছর তারা বিভিন্ন সময় সেবামূলক কাজ করেন এবং বেশ কিছু দুষ্ট মানুষের পাশে তারা থাকার চেষ্টা করেন। শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রে ডিগ্রী প্রদান, সমাজের প্ল্যাটফর্মে মহেশরত্ন ডিগ্রি প্রদান করে থাকেন,
আজ ব্যক্তিত্বদের হাতে মরণোত্তর সন্মান তুলে দিলেন সংস্থার আহ্বায়ক, শুধু তাই নয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সতর্ক করার জন্য দৃষ্টিগোচর করার জন্য বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেন যেখানে, কি কি কারণে মানুষের শরীরে ক্ষতি হতে পারে ও দেশ ধ্বংস হতে পারে এর মধ্য দিয়ে তুলে ধরেন।
এই উৎসবে উপস্থিত ছিলেন, উৎসবের মহাসভার সভাপতি শ্রী সন্দীপ জী কাবরা, সাধারণ সম্পাদক শ্রী অজয় জী কাবরা, দিলীপ লাহোতি মুখ্য আহ্বায়ক, সম্পাদক শ্রী অজয় জী কাবরা, পূর্বাঞ্চল সহ-সভাপতি শ্রী কৈলাশ জী কাবরা
,যুগ্ম মন্ত্রী শ্রী ছিতরমল ধৃত, সংগঠনের সভাপতি শারদ জী সোনি, মন্ত্রিস সম্পত কুমার হোন্ডানা, এছাড়া উপস্থিত ছিলেন বিনোদ কুমার জাজু ,নন্দ কিশোর লাঠোরিয়া, শ্যামসুন্দর রথী, কিষান কুমার বিনানি, গিরিরাজ জিতনাংগিয়া, রাকেশ মোহতা
অনুষ্ঠান মঞ্চে সকল অতিথিদের একে একে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন,