বাউল ঘরানার পথপ্রদর্শক সুরকার ও গীতিকার বিশিষ্ট বাউল সাধক কোটি ভক্তের নয়ন মনি শিল্পী আরিফ দেওয়ান যুক্তরাজ্যে অবস্থান করছেন
যুক্তরাষ্ট প্রতিনধি।।
বাংলাদেশের বাউল শিল্পি পরিবারের অন্যতম উত্তরাধিকারী জনাব আরিফ দেওয়ান সাহেব এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি গত ১ জুলাই এক সংক্ষিপ্ত সফরে এখানে এসেছেন। এ সময় তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান. মোঃ ছানাওর মিয়া (ছুনু), শাহ মোঃ হারুন রশিদ ও শাহ মোঃ আব্দুর রব উদাসী। তারা সবাই তিনি যতদিন যুক্তরাজ্যে অবস্থান করবেন ততদিন তার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে যাবেন।
উল্লেখ্য, শিল্পি আরিফ দেওয়ান অসংখ্য গানের রচয়িতা, সুরকার ও গীতিকার। তিনি একজন সহজিয়া ভাবসাধক। সুফি ও বাউলিয়ানার সংমিশ্রনে তৈরী হয়েছে তার মনোজগৎ। বাংলাদেশে বাউল ঘরানার তিনি একজন পথপ্রদর্শক ও পালাগানের প্রবর্তক। তিনি তার পূর্ব সূরিদের সমৃদ্ধ ভাবধারা ও পুষ্ট সাধক হিসাবে প্রায় চার দশক যাবৎ সঙ্গীত সাধনা করে যাচ্ছেন। সাথে সাথে তাদের
পরিবারের রয়েছে শত বছরের সঙ্গীত চর্চার ইতিহাস।
বিশিষ্ট সুফি সাধক আলফু দেওয়ান তার প্রপিতামহ, পিতামহ মালেক দেওয়ান তার সঙ্গীত গুরু, খালেক দেওয়ান ও তার পুত্র মালেক দেওয়ানেরও রয়েছে বাউল গানের বিশেষ খ্যাতি। তাদের বাড়ী ঢাকা জেলার কেরানী গঞ্জের বামনশুর গ্রামে। পিতার নাম খবির দেওয়ান।
মূলত আরিফ দেওয়াস সাহেব লন্ডনে এসেছেন তিনির ভক্তবৃন্দকে দেখার জন্য । ভক্তবৃন্দরা সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে কোটি ভক্তের পীরো মুর্শিদ দেওয়ান আরিফ চানঁ শাহ হাজারো বছর বেঁচে পথপ্রদর্শন করে সবার মাঝে গান পরিবেশন করে যেতে পাবেন।