মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
৩টি মামলার মধ্যে মুন্সিগঞ্জ সদর থানায় ২টি ও অপরটি পদ্মা সেতু উত্তর থানায়। ঘটনার পর থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে পঞ্চসার ইউনিয়নের নয়াগাও এলাকায় গত শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাস্তা বন্ধ করে সংঘাতে জড়ায় দুই পক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ এজাহারনামীয় ১৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন সদর থানার এসআই মো. মিঠু ফকির।
এদিকে মুন্সিগঞ্জ পৌরসভার খালইস্ট এলাকায় মঙ্গলবার (২৩ জুলাই) ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাসহ ২৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বাদী সদর থানা পুলিশের এসআই মো. জাহিদ হাসান।
অন্যদিকে পদ্মা সেতু উত্তর থানায় গত ১৭ জুলাই লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু উত্তর থানা মোড়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পুলিশের বাধার মুখে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ে থানা কম্পাউন্ডে ভাঙচুর করে। এ ঘটনায় উত্তর থানার এসআই শাখাওয়াত বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যেখানে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর থানার ওসি মো. আসাদুজ্জামান।