নগর সংবাদ।।আশিকুর রহমান, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি , বাঙ্গালীর অহংকার, বাঙালির গর্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই দিনে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারকে। ইতিহাসের নৃশংসতম বর্বর হত্যাকাণ্ডের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পালিত হয় আজকের শোক দিবস। নেত্রকোনার কলমাকান্দা শোকর্যালি,, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে কলমাকান্দা উপজেলা প্রশাসন,কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ আওমীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সাংবাদিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রবিবারে জাতীয় শোক দিবসে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, সেচ্ছসেবকলীগ ও অন্যান্য সংগঠন গুলো। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানুমজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ। এছাড়াও আজ সারাদিন ব্যাপী কলমাকান্দার বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।