বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ৭১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।