শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৯
শিরোনামঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। *কল্পতরু উৎসব উপলক্ষে কাশিপুর উদ্যানবাটিতে ভক্তসমাগম। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সেই পতাকা তুলে ধরে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা রক্ষা, জনগণকে সুরক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান-প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার সরকারি ছুটি। খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন -নাহিদ ইসলাম। শিক্ষার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় ৩৫ বছরের পথচলায় “দাদাঠাকুর শিক্ষা নিকেতন”

ছাতক উপজেলা আওয়ামীলীগের ৪৬ তম জাতীয় শোক দিবস পালন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৫, ২০২১, ১১:৪৭ অপরাহ্ণ
  • ৫০৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০ ঘটিকা সময় ছাতক পৌরসভায় স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কালো ব্যাজ ধারণ, বাদ যোহর ছাতক কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদে স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় বিশেষ প্রাথনা ছাতক মহাপ্রভুর আখরায়। বিকেলে আলোচনা সভা ও অসহায় ও হতদরিদ্র মধ্যে খাবার বিতরণ করা হয়। বিকেলে আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন’র সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আশিকুল ইসলাম আশিক, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, হাজী নাজিমুল হক, সাবেক কাউন্সিলর ধন মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা এমাদুল হক এমাদ, আমিনুর রশীদ তালুকদার আমিন, আব্দুর রইছ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানুল হক আরজু, দোলার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামীলীগের নেতা কাওসার আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, ছাতক উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, আজিজুর রহমান, নুরুজ্জামান চৌধুরী সম্রাট, জাহাঙ্গীর আলম তারেক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, রাজিব তরফদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ নেতা সাবলিক মিয়া, রনো দাস, শহিদুল হক, কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল তালুকদার, সাজ্জাদ আহমদ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা তারেক রহমান, রেজু খান, তৌহিদুর রহমান, মামুন মিয়া, সুজন মিয়া, মোহসীন আহমদ রাহাত, পাভেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন বাংলা ও বাঙালির মহানায়ক, স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক জাতি জন্ম দিয়ে গেছেন, যে জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছে। বাঙ্গালি জাতিকে এমন দিক-দর্শন দিয়ে গেছেন, সে দিক-দর্শনের দিকে তাকিয়ে বাঙ্গালি জাতি এখন এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুসরণ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পররাষ্ট্র নীতি প্রণয়নে যে অসাধারণ দূরদৃষ্টি ও সাহসীকতা প্রদর্শন করেন তা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। ১৯৭৫ ইংরেজি সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি কুচক্রীরা। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছেন এবং বহিঃবিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি করে তুলেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell