ভারতে,সন্দীপ ঘোষের অপসারণ, বিনীত গোয়েলের পদত্যাগ এবং ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও অভয়ার বিচারের দাবিতে.. গণ মিছিল ।
nagarsangbad24
-
প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৪, ২:৫৬ পূর্বাহ্ণ
-
৬৫ ০৯ বার দেখা হয়েছে
ভারতে,সন্দীপ ঘোষের অপসারণ, বিনীত গোয়েলের পদত্যাগ এবং ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও অভয়ার বিচারের দাবিতে.. গণ মিছিল ।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
আজ ২৮ শে আগস্ট বুধবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্টের ডাকে, দুপুর ১২:০০ টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে গণ মিছিল করলেন, আর জি করের জুনিয়র ডাক্তাররা। এবং সেখানে একটি নাটক মঞ্চস্থ ও শোভা করলেন। একটি মুখাভিনয় এর মধ্য দিয়ে তুলে ধরলেন অভয়ার মৃত্যুর কাহিনী।
কিভাবে একটি ডাক্তার ডিউটি রত অবস্থায় খুন হয়েছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছিল, তার কাহিনী মুখাভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরলেন। দুপুর ১২ টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জমায়েত হয়ে সেখান থেকে কয়েকশো জুনিয়র ডাক্তার মিছিল করে ধর্মতলা ওয়াই চ্যানেলে এসে উপস্থিত হন, এবং স্লোগানের মধ্য দিয়ে বিভিন্নভাবে প্রশাসনকে আক্রমণ করেন তার সাথে সাথে পুলিশ মন্ত্রীর কেউ ছেড়ে কথা বললেন না।
তারা জানান অবিলম্বে সন্দীপ ঘোষ কে অপসারণ করতে হবে। পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগ চাই। অভয়ার সঠিক বিচার চাই এবং যত তাড়াতাড়ি তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করতে হবে। সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের যথাযথ সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। মঞ্চে দাঁড়িয়ে একে একে জুনিয়র ডাক্তাররা বক্তব্যের মধ্য দিয়ে তাদের যে কাহিনী তুলে ধরলেন। হাসপাতালে কি ধরনের ঘটনা ঘটে চলেছে, কিভাবে স্বৈরাচারীরা আক্রমণ করছে,
এবং হসপিটাল এর মধ্যে দুষ্কৃতীরা ভাঙচুর চালাচ্ছে। অথচ প্রশাসন চুপ করে বসে আছেন, তাদের লজ্জাটুকু নাই, তাদের বাড়িতেও মেয়ে আছে। কিসের জন্য আড়াল করা হচ্ছে, কেন তদন্ত এত দেরি হচ্ছে, দেখতে দেখতে কুড়ি দিন অতিবাহিত তবুও আসামিরা ধরা পরল না। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা পরিষেবা দিন কাজ করুন।
পরিষেবা ও কাজ করতে চাই, কিন্তু তার সাথে সাথে আমাদের দিদির বিচার চাই ,আমাদের সুরক্ষা যতদিন না হবে ,ততদিন আমরা এ আন্দোলন চালিয়ে যাব, আমাদের দিদির শান্তি কামনা করব। আর আমরা তিলোত্তমার মতো বা অভয়ার মতো কাউকে হারাতে চাই না, তাই দোষীরা যতদিন শাস্তি না পাচ্ছে, জনগণের সামনে উঠে না আসছে, আমাদের আন্দোলন বন্ধ করতে কেউ পারবেনা, প্রশাসন পারবে না, কেন দোষীদের আড়াল করা হচ্ছে তার জবাব চাই, আজকের এই মিছিল শেষে একটি অভিনব মুখাভিনয়ের মধ্য দিয়ে জনগণের সামনে তুলে ধরলাম, দিদির কাহিনী। অভয়ার কাহিনী।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...