কলকাতা বিশ্ববিদ্যালয়ের, প্রাক্তনী ও সকল ছাত্র-ছাত্রী, প্রফেসর সহ অভয়ার ন্যায় বিচারের জন্য মিছিল করলেন।
nagarsangbad24
-
প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২৪, ৩:৩৮ পূর্বাহ্ণ
-
৬৪ ০৯ বার দেখা হয়েছে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের, প্রাক্তনী ও সকল ছাত্র-ছাত্রী, প্রফেসর সহ অভয়ার ন্যায় বিচারের জন্য মিছিল করলেন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
৬ই সেপ্টেম্বর শুক্রবার, ঠিক দুপুর আড়াইটায়, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র-ছাত্রী এবং শিক্ষক প্রফেসর সহ পড়ুয়ারা ন্যায় বিচারের জন্য মহা মিছিল করলেন। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে।
মিছিলে অংশ নেন, সায়েন্টিস্ট, ডক্টর, টেকনোলজিস্ট, এডুকেশনিস্ট, ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা, প্রায় কয়েকশ ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা এই মিছিলে পা মেলান, এবং শান্তিপূর্ণভাবে মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে তাৎক্ষণিক বক্তৃতা ও সমাপ্ত সংগীতের মধ্য দিয়ে শেষ করেন । সবার একটাই দাবি, দোষীদের দোষীদের বিচার ও শাস্তি, তাই সকলে একই কন্ঠে স্লোগান দিতে চান উই ওয়ান্ট জাস্টিস, কেন দোষীদের শাস্তি দিতে এত দেরি হচ্ছে এবং তদন্ত করতে দেরি হচ্ছে তার জবাব চাই,
এক মাস হতে গেল, এখনো কতদিন লাগবে দোষীদের শাস্তি দিতে, অবিলম্বে বিচার চাই, নচেত এই আন্দোলন চলতে থাকবে, কেন একজন মহিলা চিকিৎসককে ডিউটিরত অবস্থায় এইভাবে খুন করা হলো।
তার জবাব দিতেই হবে। কোনরকম দোষীদের আড়াল করা চলবে না, মহামান্য আদালত সঠিক বিচার করুক, আমরা তার অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত শাস্তি হোক।
অভয়া ও তিলোত্তমার শান্তি কামনা করি, সারাদেশ অভয়ার পাশে আছে।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো””
এ বিভাগের আরও খবর...