মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার খানসামা উপজেলায় শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. তাজউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, ওসি (তদন্ত) মোতালেব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রবিউল আলম তুহিন, আব্দুল ওয়াহেদ শাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি সামিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জীতেন্দ্রনাথ রায় সহ ছয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।